পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসনাবাদের হাসপাতালে আগুন - FIRE AT HOSPITAL

কয়েকদিন আগে বসিরহাটের জেলা হাসপাতালে আগুন লাগে ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই উত্তর 24 পরগনার আরও এক হাসপাতালে আগুন লাগল ৷

FIRE AT HOSPITAL
হাসনাবাদের হাসপাতালে আগুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 2:20 PM IST

বসিরহাট, 18 নভেম্বর:উত্তর 24 পরগনায় ফের আগুন আতঙ্ক ৷ বসিরহাট জেলা হাসপাতালের পর এবার হাসনাবাদের ঘোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লাগল আগুন ৷ ঘটনায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়াল ৷ তবে স্থানীয় ও দমকলকর্মীদের তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷

স্থানীয়রা জানান, সোমবার সকালে স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে আচমকা আগুন লেগে যায় । দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে । কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর ৷ আগুন দেখে রোগী ও তাদের আত্মীয়রা ছোটাছুটি শুরু করেন । অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন । প্রথমে হাসপাতালের কর্মী এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু তাতে কাজ না-হওয়ায় খবর দেওয়া হয় দমকলে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বসিরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন । দমকল কর্মীদের প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যেই ওই আগুন নিয়ন্ত্রণে চলে আসে । দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ৷ এছাড়া আরও কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, রবিবার দুপুরে বসিরহাট জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডের ওষুধের গোডাউনে আচমকা আগুন ধরে যায় । সুইচ বোর্ড থেকে ওই আগুন লাগে বলে জানতে পারেন দমকল আধিকারিকরা । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না-কাটতে হাসনাবাদের ঘোলা প্রাথমিক হাসপাতালে আগুন লাগার ঘটনা সামনে এসেছে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ৷

বিষয়টি নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, "হাসনাবাদের ঘোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে । তবে তা বড় আকারের নয় ! অল্প সময়ের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণ চলে আসে। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।"

পড়ুন:অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে ফের আগুন, ফিরল 5 মাস আগের আতঙ্ক

ABOUT THE AUTHOR

...view details