সময়ের আগে আলু তুলতে ব্যস্ত আলু চাষিরা মালদা, 5 মার্চ:ঋণ শোধ করতে জমি থেকে কাঁচা আলুই তুলে নিচ্ছেন চাষিরা ৷ তাঁদের আশঙ্কা, দিন যত গড়াবে, আলুর বাজারদর ততই কমে যাবে ৷ তাছাড়া আলু চাষ করে তাঁদের খুব একটা লাভ হচ্ছে না ৷ পকেট ভরছে পাইকারদের ৷ এই পরিস্থিতিতে মালদার আলুচাষিরা ধানের মতো আলুরও সরকারি সহায়ক মূল্য নির্ধারণ এবং সরকারের তরফে ক্যাম্প করে আলু কেনার দাবি তুলছেন ৷
মালদা জেলায় আলুর মূল উৎপাদন পুরাতন মালদা ব্লক ৷ এছাড়া গাজোল ব্লকেও আলুর ভালো চাষ হয় ৷ চলতি মরশুমের প্রথম দিকে আলু চাষের অনুকূল আবহাওয়া ছিল ৷ কিন্তু দীর্ঘস্থায়ী শীত আর কুয়াশার প্রভাবে আলু চাষিরা ক্ষতির শিকার হয় ৷ কারণ আলুতে ধসা রোগ দেখা দেয় অধিকাংশ কৃষকই সামাল দিতে পারেন না ৷ পাশাপাশি আলুর বাজারদরও প্রতিনিয়ত কমছে ৷ এই পরিস্থিতিতে কাঁচা আলুই বিক্রি করে দিচ্ছেন পুরাতন মালদার অধিকাংশ চাষি ৷
এই প্রসঙ্গেই মহিষবাথানি এলাকার আলুচাষি অমর রাজবংশী বলেন, "এবার আমি 9 বিঘা জমিতে আলু লাগিয়েছি ৷ আজ থেকে আলু তুলতে শুরু করলাম ৷ এক বিঘা জমিতে আলু তোলা হলে ফলনের বিষয়টি বুঝতে পারব ৷ মহাজনের থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছি ৷ এছাড়াও চাষ করতে গিয়ে আরও ঋণ হয়েছে ৷ তার উপর এবার ধসা রোগ সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে ৷ কিন্তু ঋণ তো পরিশোধ করতে হবে ৷ ক’দিন আগেও হাটে আলুর দাম কুইন্টাল প্রতি 1400-1500 টাকা হয়েছে ৷ বর্তমানে সেই দর নেমে এসেছে 800-1000 টাকায় ৷ দিন যত যাবে, দর তত কমবে ৷ তাই কাঁচা অবস্থাতেই জমি থেকে আলু তুলে নিচ্ছি ৷ এই অবস্থায় ধানের মতো আলুও যদি সরকারি সহায়ক মূল্যে কিনে নেওয়া হয় তবে আমরা খানিকটা বাঁচব ৷"
তাঁর কথার রেশ টেনেই আরেক আলু চাষি রঞ্জিত রাজবংশী জানান, মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছেন তিনি ৷ সার আর কীটনাশক কিনতে দোকানে ধার হয়েছে ৷ ঋণ পরিশোধ করার জন্য চাপ আসছে ৷ তাই বাধ্য হয়ে কাঁচা আলু জমি থেকে তুলে নেওয়া হচ্ছে ৷ পাইকাররা বেশি লাভ করছেন বলেও জানান তিনি ৷ আগামিদিনে প্রতি বস্তা 400-500 টাকায় নেমে এলে আরও ক্ষতির সন্মুখীন হতে হবে ৷ প্রতি বিঘা জমি চাষ করতে আমাদের অন্তত 20 হাজার টাকা খরচ হয় ৷ ফলন ভালো হলে বিঘাতে 100 প্যাকেট (50 কিলোর প্যাকেট) আলু পাওয়া যায় ৷ তবে কখনও কখনও ফলন 50-60 প্যাকেটেও নেমে আসে ৷ তাই আগে থেকেই আলু তুলে নিচ্ছেন কৃষকরা ৷
আরও পড়ুন:
- আবহাওয়ার খামখেয়ালিপনা, নাবি ধসা আলু গাছে, ক্ষতির সম্ভাবনা, বাড়বে কি আলুর দাম?
- ঘন কুয়াশায় মোড়া বীরভূমে মরশুমের শীতলতম দিন, ব্যাহত ট্রেন চলাচল
- আবহওয়া আলু চাষের উপযোগী, ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় আলুচাষিরা