বোলপুর, 22 জুন:ইউক্যালিপটাস গাছের ছাল দিয়ে তানপুরা-ঘড়া থেকে শুরু করে ঘাস-পাতা দিয়ে নানা শিল্পকর্ম ৷ আদিবাসী শিল্পী দেবু মুর্মুর এই সকল নিখুঁত শৈল্পিক কাজ পাড়ি দিয়েছে দেশ ছাড়িয়ে সূদুর আমেরিকা, ইংল্যান্ড, জাপান, চিন, বাংলাদেশে ৷ তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে সম্মানও জানিয়েছেন ৷ পেয়েছেন জাতীয় মেরিট ৷ তবে বর্তমান সরকার তাঁর দিকে ফিরেও চায়নি, কথা দিয়ে কথা রাখেনি ৷ যদিও, এই নিয়ে আক্ষেপ নেই পাড়ুইয়ের সরপুকুর ডাঙার আদিবাসী শিল্পী দেবু মুর্মু ও তাঁর পরিবারের ৷
বর্ষীয়ান এই শিল্পী আজও গাছগাছালির সামগ্রী দিয়েই নিজের শিল্পসত্ত্বা ধরে রেখেছেন ৷ বীরভূম জেলার পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম সরপুকুর ডাঙা । এই গ্রামের বাসিন্দা শিল্পী দেবু মুর্মু ৷ তালপাতা, শালপাতা, খেজুরপাতা, কলাগাছ, ঘাস, ইউক্যালিপটাস গাছের ছাল, তেঁতুল গাছের শিকড়, বিভিন্ন গাছের বীজ দিয়ে নানা শিল্পকর্ম গড়ে তোলায় দক্ষ তিনি। এই জিনিস দিয়ে তাঁর তৈরি তানপুরা, গদা, কলসি, খর্গ, গহনা, হাতপাখা, টোপর চোখে পড়ার মতো ৷
প্রত্যেক শিল্পকর্মের গায়ে নিখুঁত সব কারুকার্য, যা তাক লাগায় ৷ এমনকী, পাতা, ঘাস দিয়ে পৌরাণিক কাহিনি, রামায়ণের কাহিনিও বর্ণিত আছে গদা-তানপুরা-কলসির গায়ে ৷ চোখে না-দেখলে লেখায় বর্ণনা করা কঠিন এই সব শিল্প সামগ্রীর কথা।
- প্রত্যন্ত গ্রামের একজন আদিবাসী শিল্পীর শিল্প সামগ্রী প্রসার পায় এক সময় ৷ শিল্পের টানে তাঁর বাড়িতে বহু বিদেশি মানুষজনও আসেন। দেবু মুর্মুর শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে সম্মাননা দিয়েছেন ৷ মিলেছে জাতীয় মেরিট। এমনকী, পেয়েছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার, বিশ্বভারতীর শিল্পসদনও তাঁকে সম্মাননা দিয়েছে ৷ শিল্পীর মা শ্রীমতি মুর্মু ও বউদি সৃজনী কিস্কুও যুক্ত এই শিল্পকর্মের সঙ্গে ৷