ব্যারাকপুর, 4 সেপ্টেম্বর:মেয়ের বিচারের দাবিতে অনড় বাবা-মা ৷ বুধবার রাত দখল কর্মসূচিতে যোগ দিচ্ছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ৷ তাঁরা বলেন, 'যতদূর যেতে হয় যাব ৷ মেয়ের সঙ্গে হওয়া নারকীয় ঘটনার বিচার নিয়েই ছাড়ব ৷" বুধবার ফের রাত দখল কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ৷
আরজি করের নির্যাতিতার বাবা ও মায়ের বক্তব্য (ইটিভি ভারত) আরজি কর হাসপাতালে মেয়ের মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন নির্যাতিতার মা ৷ সেই চিঠিতে নিহত চিকিৎসকের মায়ের মনের কথা ও যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে, মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন নির্যাতিতার বাবা ৷ সেই চিঠির সারমর্ম শীঘ্রই জনসমক্ষে আনা হবে বলেও আভাস দিয়েছেন তিনি ৷
9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ তারপর থেকে এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে ৷ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ৷ 14 অগস্ট রাত দখল কর্মসূচি হয়েছিল কলকাতায় ৷ 4 সেপ্টেম্বর ফের রাত দখল কর্মসূচি হচ্ছে ৷
এদিন নির্যাতিতার বাবা বলেন, "আরজি করে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়াতে আমাদের যেতেই হবে সেখানে । এত ধীর গতিতে তদন্ত চলছে আমাদের আর ধৈর্য থাকছে না ।" অন্যদিকে নির্যাতিতার মা বলেন, "মেয়ের মৃত্যুর সুবিচার পেতে যতদূর যেতে হয়, আমরা যাব ৷ বিচার নিয়েই ছাড়ব ৷"
এদিনই নির্যাতিতা ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন অ্যাথলিট (যোগাসন) সুস্মিতা দেবনাথ । গত অগস্টে তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 'এশিয়া প্যাসিফিক মেডেল'-সহ আরও একটি মেডেল জিতেছেন ৷ সেই মেডেল দু'টি সুস্মিতা নিহত চিকিৎসককে উৎসর্গ করে তাঁর প্রতিকৃতিতে পরিয়ে দেন ৷
সুস্মিতা সাংবাদিকদের বলেন, "আমি একজন অ্যাথলিট ৷ আমার কাছে মেডেলটাই সবকিছু ৷ তাই নিহত চিকিৎসক দিদির কাছে আমার মেডেল উৎসর্গ করলাম ৷ কারণ দিদি (আরজি করে নিহত চিকিৎসক) নিজের প্রাণ দিয়ে গোটা রাষ্ট্রের চেতনা ফিরিয়ে দিয়েছেন ৷ ন্যায়বিচার আমাদের পেতেই হবে ৷" এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, "আমার মেয়েকে দিদি মনে করে সুস্মিতা তাঁর পাওয়া দু'টি মেডেল উৎসর্গ করেছে ৷ তাঁর এই প্রতিবাদকে সম্মান জানিয়ে একটি মেডেল তাঁকে ফিরিয়ে দিয়েছি ৷" আগামিকাল 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি করের নির্যাতিতার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷