কলকাতা, 30 মে: কলকাতার ফুসফুস 'রবীন্দ্র সরোবর' বাঁচাতে 'সেলিব্রিটি' শব্দের ব্যাখ্যা চাইলেন পরিবেশবিদ-ক্রীড়াপ্রেমীরাদের একাংশ। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুলেছেন তাঁরা। একইসঙ্গে লেকপ্রেমীরা এবং সেভ রবীন্দ্র সরোবর ফোরাম কেএমডিএ-র কাছে স্পোর্টস অ্যাকাডেমি তৈরির জন্য বেসরকারি সংস্থাকে তিন একর জমি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
রবীন্দ্র সরোবর মর্নিং ওয়াক করতে আসা ব্যক্তিদের, ক্রীড়াবিদ এবং সহ-নাগরিকদের বক্তব্য, "সম্পত্তি বিক্রি করা, লিজ দেওয়া ভুল সিদ্ধান্ত ৷ সেলিব্রিটি হওয়ার অর্থ কী এবং কীভাবে সেলিব্রিটি হওয়া যায়, তার উত্তর কর্তৃপক্ষকে দিতে হবে। আমরা সকলেই এমন পরিবারের অন্তর্ভুক্ত, যাঁদের এই রকম কোনও ট্যাগ নেই। তাই কলকাতার ঐতিহ্য এবং ফুসফুস অর্থাৎ রবীন্দ্র সরোবর নিয়ে কীভাবে এমন বাজে কাজ করা হচ্ছে। ভবিষ্যৎ ক্রীড়াবিদ এবং যারা সেলিব্রিটি শ্রেণির অন্তর্ভুক্ত নয়, তাদের কী হবে? নয় বছর ধরে স্টেডিয়াম বন্ধ কেন? ক্রীড়াবিদদের জন্য পরিকাঠামো ও স্বাস্থ্যসেবা সুবিধা নেই কেন? কেন ক্রীড়াবিদ ও মর্নিং ওয়াকারদের জন্য নির্দিষ্ট মাঠে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ? অডিট রিপোর্ট জমা হচ্ছে না কেন? রবীন্দ্র সরোবরে ক্রমাগত হামলা সহ্য করা হবে না।"