পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও সবুজ হল সরোবর, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ প্রাতঃভ্রমণকারীদের - WORLD ENVIRONMENT DAY - WORLD ENVIRONMENT DAY

ENVIRONMENT DAY: সরোবরের জমিতে নিম, পলাশের চারা পুঁতে প্রাতঃভ্রমণকারী, পরিবেশ কর্মীদের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ৷ একাধিক গাছের চারা পুঁতলেন প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ বাঁচানোর আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা।

ENVIRONMENT DAY
রবীন্দ্র সরোবরে চারা রোপন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:50 AM IST

Updated : Jun 6, 2024, 11:42 AM IST

কলকাতা, 6 জুন:আরও সবুজ হল সরোবর, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করে পরিবশ বাঁচানোর অঙ্গীকার প্রাতঃভ্রমণকারীদের ৷ দক্ষিণ কলকাতায় প্রাণ খুলে মুক্ত বাতাস নিতে একমাত্র ভরসা রবীন্দ্র সরোবর। আর সেখানেই একাধিক গাছের চারা পুঁতলেন প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ বাঁচানোর আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা। রোপণ করলেন পলাশ, নিম ও কৃষ্ণচূড়া গাছ । 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই উদ্যোগ পরিবেশ কর্মীদের ৷

পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক প্রাতঃভ্রমণকারী সরোবরে আসেন। সেইসঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা শাখা থেকে শুরু করে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাা । বৃক্ষরোপণ করে সকলেই পরিবেশ রক্ষা ও গাছের রক্ষার শপথ গ্রহণ করেন । এরপরেই প্রত্যেকে হাতে করে একটি একটি করে গাছ যে জমি নিয়ে এত তর্কবিতর্ক সেই জমির ধার বরাবর রোপণ করতে থাকেন।

রবীন্দ্র সরোবরের সংলগ্ন কিছু জমি সেলিব্রিটি ক্রিকেটারদের অনুশীলনের জন্য একটি সংস্থাকে লিজ দেওয়া হয়েছে ৷ কেএমডি-এ তথা কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে এই লিদ দেওয়া হয়েছে ৷ পৌরনিগমের এই পদক্ষেপ নিয়েই বিক্ষোভ পরিবেশ আন্দোলনের কর্মীদের । পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতের দারস্থ হয়েছেন পৌরনিগমের এই সিদ্ধান্তের মধ্যে । তিনি বলেন, "কেএমডিএ-সরোবর রক্ষণাবেক্ষণ করতে পারে। কিন্তু জাতীয় সম্পত্তি লিজ দেওয়ার ক্ষেত্রে তারা কে ? তাদের কি ক্ষমতা আছে ?" এই তর্ক-বিতর্কের মাঝেই সেই জমিতে বৃক্ষরোপণ করে তাঁরা প্রতিবাদ জানান । পাশাপাশি শহরে বনায়নের জন্য যে জায়গা আছে সেখানেও প্রায় 70 থেকে 80টি চারা গাছ রোপণ করা হয় এদিন।

পরিবেশ কর্মী সমেন্দ্র মোহন ঘোষ বলেন, "পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ করেছি আমরা। সরোবরকে বাঁচানো আমাদের কাছে প্রধান ও প্রথম লক্ষ্য। সরোবরের পরিবেশ দিনে দূষিত হচ্ছে ৷ তা জল হোক বা গাছপালা, এখানে নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ডের জেরে জীব-বৈচিত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের প্রতিদিনের এই লড়াই চলবে।"

Last Updated : Jun 6, 2024, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details