পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত দুপুরে হঠাৎ দরজা ধাক্কা ! টের পেতেই পড়িমড়ি করে ছুটলেন রিসর্টের কর্মীরা, দেখুন সিসিটিভি ফুটেজ - ELEPHANT ATTACK IN JALPAIGURI - ELEPHANT ATTACK IN JALPAIGURI

ELEPHANT ENTERS IN LOCALITY: জলপাইগুড়িতে রাতের অন্ধকারে রিসর্টের দরজা ভাঙল দাঁতাল হাতি ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বেসরকারি রিসর্টের কর্মীরা ৷ আতঙ্কের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ELEPHANT ENTERS IN LOCALITY
দাঁতাল হাতির হানা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 10:22 PM IST

জলপাইগুড়ি, 1 জুলাই: নিঝুম রাত ৷ নিশ্চিন্তে ঘুম দিচ্ছেন জলপাইগুড়ির এক রিসর্টের কর্মীরা ৷ আচমকাই কাচের দরজায় সজোরে ধাক্কা ৷ আতঙ্কে ভয় পেয়ে হুড়মুড়িয়ে উঠে পড়েন কর্মীরা ৷ সামনে যেন তখন দাঁড়িয়ে মৃত্যু দূত ৷ না পালালে প্রাণে রক্ষা মিলবে না ৷ ময়নাগুড়ি ব্লকের রামশাই যাদবপুর এলাকার একটি বেসরকারি রিসর্টের শনিবার গভীর রাতের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আতঙ্কের ছবি ৷

রিসর্টে খোঁজে হাতির হানা (ইটিভি ভারত)

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি দাঁতাল হাতি রিসোর্টে খাবারের খোঁজে আচমকাই ঢুকে পড়ে ৷ প্রথমে একটি লোহার গেটে ভাঙে সেই দাঁতাল হাতি ৷ তারপর গজরাজ সোজা চলে আসে রিসেপশনের দরজার সামনে । প্রথমে একটু থমকে গেলেও হাতিটি রিসেপশনের প্রধান দরজা ভাঙার চেষ্টা করে ৷ সেই সময় ওই ঘরে শুয়েছিলেন রিসর্টের কর্মীরা ৷

আচমকাই দরজায় ধাক্কা দেখে হকচকিয়ে যান তাঁরা ৷ কেউ শুয়েছিলেন সোফায়, কেউ বা ঘরের এক কোণে ৷ হাতির দরজা ভাঙা দেখে সকলেই তখন নিরাপদ স্থানে পালাতে ব্যস্ত ৷ এরপর ভিডিয়োটিতে দেখা যায়, হাতিটি দরজার একটা পাল্লা ভেঙে ফেলে ৷ তারপর সামনে থাকা সোফাটায় একটান মারে বুনো দাঁতাল ৷ এমনটা দেখে তখন থরথরি কম্প অবস্থা কর্মচারীদের ৷ কী করবেন, কীভাবে বাঁচবেন কিছুই বুঝতে পারছিলেন না তাঁরা ৷ ইতিমধ্যেই আঁতকে ওঠার মতো এই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, গরুমারা জাতীয় উদ্যান থেকে হাতিটি খাবারের খোঁজে চলে আসে লোকালয়ে ৷ তারপর সটান রিসর্টের দরজা ভেঙে খাবার খোঁজার চেষ্টা চালায় ৷ তারপর কিছু না পেয়ে হাতিটি চলে যায় ৷ এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রিসর্টের কর্মচারীরা ৷ তবে এখনও কাটেনি ভয় ৷ জানা গিয়েছে, বনদফতরকে পুরো বিষয়টি জানানো হয়েছে ৷ যদিও জলপাইগুড়িতে হাতির আক্রমণের ঘটনা নতুন নয় ৷ প্রায় সময়ই খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতির দল ৷ ফলে প্রতিদিনই ভয়ে-আতঙ্কে দিন কাটান স্থানীয় বাসিন্দারাও ৷

ABOUT THE AUTHOR

...view details