কলকাতা, 5 এপ্রিল: আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি-র পর এ বার মালদার হবিবপুরের ইনস্পেক্টর ইন-চার্জকে পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ ওই পুলিশকর্তা ভোটের কাজে যুক্ত থাকতে পারেন না বলে জানিয়েছে কমিশন ৷ বদলি হওয়া এই আইসি পদের জন্য রবিবার বিকেলের মধ্যে তিনটি নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দফতরের সিইওকে ৷ সেই নামের থেকে কমিশন নাম বেছে নেবে ৷
শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, বিভিন্ন অভিযোগ মেলায় কলকাতার আনন্দপুর ও দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এমনকি এও বলা হয় যে, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনও কাজের দায়িত্ব দেওয়া যাবে না ওই দুই পুলিশ আধিকারিককে ৷
এই নির্দেশের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার সকালে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, বেশকিছু ইনপুটের কথা বিবেচনা করে মালদার হবিবপুর থানার ইনস্পেক্টর ইনচার্জকে বদলির নির্দেশ দেওয়া হচ্ছে ৷ ভোটের কোনও কাজে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে কমিশন ৷ হবিবপুরের আইসি-কে পুলিশ হেডকোয়ার্টারে নির্বাচনের বাইরের কোনও কাজের দায়িত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন ৷