পশ্চিমবঙ্গ

west bengal

লোকসভা নির্বাচনের সব পোর্টালকে 24 ঘণ্টাই সক্রিয় রাখার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 11:45 AM IST

Election Commission of India: লোকসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে ৷ ভোট প্রচারে নেমেছে প্রায় সব রাজনৈতিক দলগুলিই ৷ এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে ৷

ETV Bharat
লোকসভা নির্বাচন 2024

কলকাতা, 8 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ ইতিমধ্যে দেশের রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে ৷ তবে বিধানসভা নির্বাচন এবং তারপর পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার অনেক আগে থেকেই তৎপর জাতীয় নির্বাচন কমিশন ৷ তাই কোথাও কোনও ফাঁকফোকর রাখা যাবে না ৷ আর তাই অনেক আগে থেকেই সুষ্ঠু, সুস্থ এবং সন্ত্রাসমুক্ত ভোট পর্ব সম্পন্ন করতে কোমর বেঁধেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন ৷

সতর্কতার পথে হেঁটেই এবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল সব জেলাশাসকদের উদ্যেশ্যে ৷ সবক'টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কমিশনের সবক'টি পোর্টালকে এখন থেকে 24 ঘণ্টা সক্রিয় রাখতে হবে ৷ পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিতভাবে আপলোড এবং আপডেট করতে হবে ৷

এছাড়া আরও নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যেন এখন থেকেই নিজেদের অভাব-অভিযোগ পোর্টালের মাধ্যমে জানাতে পারে ৷ কমিশনের কাছে জমা পড়া সব অভাব অভিযোগ যেন 24 ঘণ্টার মধ্যেই নিরসন করা হয় ৷

আর জাতীয় নির্বাচন কমিশনের থেকে এই নির্দেশ আসা মাত্রই রাজ্যের সব জেলাশাসক এবং নির্বাচনী আধিকারিকের দফতরে তা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ এই নিয়ে নিয়মিত জেলাশাসকদের থেকে রিপোর্ট পাঠাবার কথা আগেই জানানো হয়েছিল ৷ তাই ফুল বেঞ্চ আসার আগে যাতে কোনও ক্ষেত্রে কোথাও নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে কোনও ক্ষোভের প্রসঙ্গ না ওঠে সেই বিষয়ে বিশেষ যত্নবান মুখ্য নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন:

  1. আগামী মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ; মার্চেই হতে পারে লোকসভার নির্ঘণ্ট প্রকাশ
  2. লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
  3. ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

ABOUT THE AUTHOR

...view details