কলকাতা, 8 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ ইতিমধ্যে দেশের রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে ৷ তবে বিধানসভা নির্বাচন এবং তারপর পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার অনেক আগে থেকেই তৎপর জাতীয় নির্বাচন কমিশন ৷ তাই কোথাও কোনও ফাঁকফোকর রাখা যাবে না ৷ আর তাই অনেক আগে থেকেই সুষ্ঠু, সুস্থ এবং সন্ত্রাসমুক্ত ভোট পর্ব সম্পন্ন করতে কোমর বেঁধেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন ৷
সতর্কতার পথে হেঁটেই এবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল সব জেলাশাসকদের উদ্যেশ্যে ৷ সবক'টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কমিশনের সবক'টি পোর্টালকে এখন থেকে 24 ঘণ্টা সক্রিয় রাখতে হবে ৷ পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিতভাবে আপলোড এবং আপডেট করতে হবে ৷
এছাড়া আরও নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যেন এখন থেকেই নিজেদের অভাব-অভিযোগ পোর্টালের মাধ্যমে জানাতে পারে ৷ কমিশনের কাছে জমা পড়া সব অভাব অভিযোগ যেন 24 ঘণ্টার মধ্যেই নিরসন করা হয় ৷
আর জাতীয় নির্বাচন কমিশনের থেকে এই নির্দেশ আসা মাত্রই রাজ্যের সব জেলাশাসক এবং নির্বাচনী আধিকারিকের দফতরে তা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ এই নিয়ে নিয়মিত জেলাশাসকদের থেকে রিপোর্ট পাঠাবার কথা আগেই জানানো হয়েছিল ৷ তাই ফুল বেঞ্চ আসার আগে যাতে কোনও ক্ষেত্রে কোথাও নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে কোনও ক্ষোভের প্রসঙ্গ না ওঠে সেই বিষয়ে বিশেষ যত্নবান মুখ্য নির্বাচন কমিশন ৷
আরও পড়ুন:
- আগামী মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ; মার্চেই হতে পারে লোকসভার নির্ঘণ্ট প্রকাশ
- লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
- ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের