বোলপুর, 11 মে: চতুর্থ দফায় আগামী 13 মে লোকসভা নির্বাচন হতে চলেছে 'কেষ্ট' হীন বীরভূম ও বোলপুরে লোকসভা কেন্দ্রে ৷ নিরাপত্তার দায়িত্বে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন ৷ সেইসঙ্গে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের 3922টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট 6172 জন রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে কমিশন ৷
গরু পাচার ও অর্থ তছরুপের মামলায় এই মুহূর্তে তিহারে বন্দি বীরভূমের 'ত্রাস' অনুব্রত মণ্ডল ৷ এই প্রথম তাঁকে ছাড়াই বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে ৷ এদিকে নির্বাচন ঘোষণার পর জেলা থেকে এখনও পর্যন্ত 28 লক্ষ 72 হাজার 700 টাকা নগদ উদ্ধার করেছে নির্বাচন কমিশন ৷ সুতরাং এই আবহে বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাটাই প্রধান লক্ষ্য কমিশনের ৷ আর সেকারণে সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে তারা ৷ তাই এই জেলায় 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন ৷
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18 লক্ষ 39 হাজার 234 জন ৷ 8 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 979টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে ৷ বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18 লক্ষ 57 হাজার 22 জন ৷ 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 943 টি ভোট গ্রহণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে । অর্থাৎ দুই লোকসভা মিলিয়ে মোট 3 হাজার 922 টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে বীরভূমে ।