কলকাতা, 19 নভেম্বর:30 বছরের বিবাহিত জীবনে হয়নি সন্তান । বাধ্য হয়ে পরিকল্পনা করেছেন টেস্ট টিউব বেবি নেওয়ার । কিন্তু সেখানেও বাধ সাধছে বয়স । প্রয়োজন রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমতি । কিন্তু সেখান থেকেও অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতার এক দম্পতি ।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, কলকাতার কাশীপুরের বাসিন্দা ওই দম্পতির বিয়ে হয় 1994 সালে । কিন্তু 30 বছরে তাদের কোনও সন্তান হয়নি । 2023 সালের ডিসেম্বর মাসে পিএইচ ফার্টিলিটি ক্লিনিকে আইভিএফের মাধ্যমে সন্তান নেওয়ার জন্য আবেদন জানান । কিন্তু, গত 27 জুন দম্পতিকে জানানো হয় তাঁর স্বামীর বয়স প্রয়োজনের তুলনায় বেশি । ফলে স্বাস্থ্য দফতরের অনুমতি লাগবে । নিয়ম অনুযায়ী এই পদ্ধতিতে সন্তান নিতে গেলে পুরুষের বয়স হতে হবে 21 থেকে 55 বছর । আর মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে 50 বছর ৷ কিন্তু কাশীপুরের দম্পতির ক্ষেত্রে স্বামীর বয়স 58। তাই স্বাস্থ্য দফতরের অনুমতি মেলেনি ।