কলকাতা, 2 ফেব্রুয়ারি: বাধা পেরিয়ে অবশেষে পুজো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আজ, রবিবার সরস্বতী পুজো। দুপুর 12টার সময় পুজো শুরু হবে ক্যাম্পাসের ভিতরে। তবে ইতিমধ্যেই এই ঘটনার জন্য রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী, শনিবার এমনটাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।
তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট চেয়েছেন এই কলেজের ঘটনা নিয়ে। আমি নিজেও উপস্থিত থাকব পুজোতে। আশা করি পুরো পুজো শান্তিপূর্ণভাবে কাটবে।" উল্লেখ্য, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যোগেশচন্দ্র ল কলেজে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক। পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে, ল কলেজের পড়ুয়ারা যেখানে পুজো করতে চেয়েছিলেন সেই জায়গায় ডে কলেজের ছাত্ররা দখল করেন। এ প্রসঙ্গে বলা দরকার, যোগেশ চন্দ্র ডে কলেজ ও যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ক্যাম্পাস একই।
অন্যদিকে, যে কলেজের পড়ুয়াদের দাবি পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতরা। তাঁরা এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ অবশেষে পুলিশের উপস্থিতিতে পুজোর অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এমনকী কলেজ চত্বরে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যে অস্থায়ী নির্মাণ নিয়ে বিতর্ক হয়েছে, সেটিকেও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
তবে, এরই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, রবিবার এবং সোমবার রাত 8টার পর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ। রাত 8টার পর মোট 7টি ক্যাম্পাসে ছাত্রছাত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পুজোর যে কোনও কাজ অথবা অস্থায়ী নির্মাণ ভাঙার কাজ সেরে ফেলতে হবে রাত 8টার মধ্যেই। কোনওরকম অশান্তি যাতে তৈরি না-হয় সেই জন্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কোনও ছাত্র সংসদ নেই। যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে তার দায় পড়বে কর্তৃপক্ষের উপর। সেই কারণে পুলিশের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।