পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের বীরভূমে ইডি ! তদন্তে হদিশ মিলল পার্থর কোটি টাকার সম্পত্তির - ED traced property crores of rupees

Partha Chatterjee: ফের বীরভূমেই পার্থ ঘনিষ্ট এক ব্যক্তির নামে কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি ৷ তদন্তকারীরা এও জানতে পেরেছেন, সংশ্লিষ্ট জায়গাগুলিতে মাঝেমধ্যেই আসতেনও পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায় (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 2:06 PM IST

কলকাতা, 6 জুন: তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ পেল ইডি ৷ জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্টের কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্টের নামে বীরভূমে রয়েছে পাঁচটি জমি। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, ওই পাঁচটি জমির আনুমানিক বাজার মূল্য বর্তমানে কয়েক কোটি টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওই ঘনিষ্টের পাঁচটি জমি কেনা হলেও সংশ্লিষ্ট জমিগুলির মালিক আদতে পার্থ চট্টোপাধ্যায় নিজেই। এমনকী তদন্তকারীরা এও জানতে পেরেছেন, সংশ্লিষ্ট জায়গাগুলিতে মাঝেমধ্যেই আসতেনও পার্থ চট্টোপাধ্যায়।

তবে এই পার্থ চট্টোপাধ্যায়ের নামে বীরভূমে এই কোটি কোটি সম্পত্তির হদিশ এই প্রথম নয়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর পার্থ-অর্পিতার নামে যৌথ একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, তদন্তকারীদের মধ্যে একটি বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই বীরভূমের জায়গায় অনুসন্ধান করে এসেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘনিষ্ঠ খুব শীঘ্রই তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরই কলকাতার হরিদেবপুরে একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। পার্থ ঘনিষ্ট অর্পিতার নামেও একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। সেবার সংশ্লিষ্ট ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ 49.80 কোটি টাকার পাহাড়। পাশাপাশি, আট কোটির সোনা, কিছু জীবনবিমাও পাওয়া গিয়েছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নামে। এই সব সম্পত্তিরই একটি ছিল বীরভূমেরই বোলপুরে। অর্পিতার নামে ‘অপা’ নামের একটি বাড়ির সন্ধান পায় ইডি। ইডি সূত্রে খবর, সম্প্রতি পার্থের যে সম্পত্তির হদিস তারা পেয়েছে, সেগুলির নথিতেও রয়েছে পার্থ-ঘনিষ্ঠের নাম। ইডি সূত্রে খবর, গত কয়েক দিনে পার্থ-ঘনিষ্ঠ এক প্রোমোটার-সহ বেশ কয়েক জনকে জেরা করে এই তথ্য পেয়েছে তারা।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। সেটা ছিল 2022 সালের জুলাই মাস। গ্রেফতারির আগে এবং পরে পার্থের বান্ধবী অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। এর মধ্যে অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে 22 কোটির বেশি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে 27 কোটির বেশি টাকা উদ্ধার হয়। এছাড়া ওই দুই ফ্ল্যাট থেকে বিদেশি মুদ্রা এবং সোনাও উদ্ধার করে ইডি। এই সমস্ত সম্পত্তি এবং সোনাদানা, ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে কম করে 60 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। যা আদতে অর্পিতার নামে থাকা পার্থের সম্পত্তি বলেই অনুমান ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উচ্চ পদস্থ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। পাশাপাশি এসএসসি প্রাক্তন উপদেষ্টা-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার পর্যন্ত সংস্থার গোয়েন্দারা।

ABOUT THE AUTHOR

...view details