কলকাতা, 14 ফেব্রুয়ারি: তৃতীয়বারের নোটিশেও সাড়া মেলেনি শেখ শাহজাহানের । উলটে কোর্টে আবেদন করেছেন জামিনের । তবে আগাম জামিন সম্পর্কে অনেকটা এবারে ব্যাকফুটে চলে গিয়েছে শেখ শাহজাহান। এক্ষেত্রে ফের তাঁকে নোটিশ দেওয়া হবে নাকি তাঁর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে জানার জন্য ইতিমধ্যেই দিল্লিতে ইডির সদর দফতরের সঙ্গে কথা বলবেন এই রাজ্যের তদন্তকারী আধিকারিকরা ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, আগামিকাল বৃহস্পতিবার এই বিষয়ে আধিকারিকরা দিল্লিতে সদর দফতরের আধিকারিক এবং আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলবেন । মূলত পরামর্শ নেওয়া হবে যে, শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে গেলে তদন্তকারীদের সামনে কোন কোন আইনি জটিলতা আসতে পারে । এছাড়াও সেই সকল লাইনে জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত ?
ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সন্দেশখালির উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি চিঠি লিখে ইডির তরফ থেকে জানানো হয়েছে যেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেয় । তবে সেই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত শেখ শাহজাহানের নাগাল পায়নি পুলিশ ।