কলকাতা, 30 মার্চ: শেখ শাহজাহানের বিরুদ্ধে যে শুধুমাত্র ইডির গোয়েন্দাদের উপর আক্রমণ চালানোর অভিযোগ রয়েছে, তেমনটা নয় ৷ সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচার, মাছের ব্যবসায় আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছে ৷
প্রথমে রাজ্য পুলিশের হাতে ধরা পড়া শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হেফাজত কাটিয়ে শুক্রবারই বসিরহাট মহকুমা উপ-সংশোধনাগারে এসেছেন শেখ শাহজাহান ৷ সেখানেও রেহাই নেই ৷ শনিবার সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বসিরহাট মহকুমা আদালতে আর্জি জানানো হয় বিদেশি মুদ্রা পাচার সমেত একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে তারা শেখ শাহজাহানকে সংশোধনাগারে নিয়ে গিয়ে জেরা করতে চায় ৷ আদালতের তরফে ইডির এই আর্জি মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
সংশোধনাগারে গিয়ে একজন অভিযুক্তকে জেরা করার জন্য যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তা শনিবার থেকেই শুরু করছে ইডি ৷ গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে গিয়েছিল ইডির একটি দল ৷ এলাকার দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর চড়াও হয় স্থানীরা ৷ তাঁদের মোবাইলও কেড়ে নেওয়া হয় ৷ হামলার ঘটনায় এক ইডি আধিকারিকের মাথা ফেটে যায় ৷ এরপর থেকেই বেপাত্তা হয়ে যায় শাহজাহান ৷
শেখ শাহজাহানের বিরুদ্ধে ওই এলাকায় একাধিক মৎস্য ব্যবসায়ীদের হুমকি এবং জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে আর্থিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে ৷ ইডি সূত্রে খবর, সেই সব আর্থিক দুর্নীতির ঘটনাতেও শেখ শাহজাহানকে তাঁরা জেরা করবেন ৷ শেখ শাহজাহানের তারা বয়ান নথিবদ্ধ করা হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:
- ঔদ্ধত্য উধাও, শাহজাহান-সহ বাকিদের সিবিআই হেফাজতের নির্দেশ
- শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই, তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমও
- গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের