কলকাতা, 22 মার্চ: গতকালের পর ফের শুক্রবার সকাল থেকেই খাস কলকাতায় বিভিন্ন জায়গায় শুরু ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের তল্লাশি অভিযান । বৃহস্পতিবার বালিগঞ্জ-পার্ক স্ট্রিট-সহ একাধিক জায়গায় তদন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ভিন রাজ্যের একটি দুর্নীতির ঘটনার তদন্তে অভিযান চলছে এই রাজ্যে ৷ ইডি সূত্রে জানা গিয়েছে দক্ষিণ কলকাতা, চেতলা, গড়িয়াহাটের বেশ কিছু জায়গায় রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার ঘটনায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷
গড়িয়াহাটেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্য প্রমাণ সামনে রেখেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ ইডির দুটি গাড়ি বাইরে বের হয়। তাঁদের সঙ্গে ছিলেন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরেই আধিকারিকরা দক্ষিণ কলকাতার চেতলা এবং গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা হন। জানা গিয়েছে, চেতলায় এক ব্যবসায়ীর বাড়িতে সাত সকাল হানা দেন ইডির আধিকারিকরা ৷ পেশায় পরিবহন ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে ৷ বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷
মূলত নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্য প্রমাণ সামনে রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের 8 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এক পার্শ্বশিক্ষকের বাড়ি, নাগেরবাজারের এক হিসাবরক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাঁদের ওই অভিযান।