বোলপুর, 8 ফেব্রুয়ারি: গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ তাঁর পরিবারের 36টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ওই অ্যাকাউন্টগুলি থেকে মোট 25 কোটি 86 লক্ষ টাকা ছিল ৷ সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় মোট 51 কোটি 13 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।
উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে গরুপাচার মামলার তদন্তে নেমেছিল সিবিআই । বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ শর্মা, গরুপাচারে অভিযুক্ত এনামুল হক, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ওই মামলায় গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ধৃতদের জেরা করে 2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই ।
গরু পাচার মামলায় তাঁর 36টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত (নিজস্ব ছবি) তদন্তে নেমে ব্যাপক আর্থিক তছরুপের হদিশ পান তদন্তকারী অফিসারেরা ৷ এরপরেই 2002 সালের পিএমএলএ অ্যাক্টে গরুপাচার মামলায় আর্থিক তছরুপ অভিযোগের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছিল ইডি ।
পরে 2023 সালে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারী অফিসারেরা ৷ যদিও, এক এক করে জামিন পান ধৃতরা ৷ শেষ দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে গত বছরের 20 জুলাই জামিনে ছাড়া পান অনুব্রত মণ্ডলও । তবে এই মামলায় ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷
ফের ইডির নজরে অনুব্রত মণ্ডলের টাকা (নিজস্ব ছবি) ইডি সূত্রে খবর, যদিও তদন্তে অনুব্রত মণ্ডলের মোট 48 কোটি 6 লক্ষ টাকার তছরুপের নথি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর পরিবারের লোকজনের স্থাবর-অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে । যার মধ্যে আছে মেয়ে সুকন্যা মণ্ডলেরও সম্পত্তি । সব মিলিয়ে এখনও পর্যন্ত এই মামলায় মোট 51 কোটি 13 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি । জানা গিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা ছাড়াও, অনুব্রতর চাল কল, জমিও রয়েছে এই বাজেয়াপ্তর তালিকায় ৷
টাকা বাজেয়াপ্তর কথা বিবৃতি দিয়ে জানাল ইডি (নিজস্ব ছবি) উল্লেখ্য, 2 বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরে ফের সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এই মুহূর্তে কেষ্ট-কাজল ঠান্ডা লড়াইয়ে সরগরম বীরভূমের দলীয় রাজনীতি । সেই সময় অনুব্রতর বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্তর খবরে জোর চর্চা শুরু ৷ বিধানসভা ভোটের আগে রাজনীতির আঙিনায় এর কোনও আঁচ পড়ে কি না তাই এখন দেখার অপেক্ষা ৷