পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতার একাধিক জায়গায় তল্লাশি - Ration Scam

ED raids in Kolkata: রেশন বণ্টন দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা দিল ইডি ৷ এদিকে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশের সঙ্গে ইডির বচসা বাধে ৷ মঙ্গলবার সকাল 7টা থেকে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ETV Bharat
রেশন দুর্নীতি মামলায় ইডি তল্লাশি

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 9:47 AM IST

Updated : Feb 13, 2024, 10:40 AM IST

রেশন দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ইডি

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের একাধিক জায়গায় ইডির তল্লাশি ৷ মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক-সহ কলকাতার মোট ছ’টি জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সল্টলেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা ৷ পাশাপাশি কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনেও পৌঁছন তাঁরা ৷

ইডি দফতর সূত্রে খবর, এদিন সকাল 7টা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয় ৷ জানা যায়, অতিরিক্ত চারটি দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকরা পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালী এলাকার নানা জায়গায় হানা দিয়েছেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা ৷ শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে ৷ বিশ্বজিৎ দাসের আমদানি-রফতানির ব্যবসা রয়েছে ৷ সেখানেই এই রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে বলে খবর ৷ তাঁর বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালানো হয় ৷ সেখান থেকে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যায় ইডি ৷

আইবি ব্লকে ইডির আধিকারিকরা এক মহিলার সঙ্গেও কথা বলেন ৷ এরপরেই তাঁরা বিশ্বজিৎ দাসের খোঁজ শুরু করেন ৷ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে পুলিশ ইডি কর্তাদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান ৷ রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর তাঁর সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি যোগ পায় ইডি ৷ এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি ৷

এরপর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যরও যোগ পান তদন্তকারীরা ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, উত্তর 24 পরগনায় একটি বড় চক্র রেশন দুর্নীতি কাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে ৷ পাশাপাশি কৈখালীতে বাকিবুর-ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলছে এই অভিযান ৷ ইডি আধিকারিকরা আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী তাঁর মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন:

  1. সংশোধনাগরে বসেই ব্যাংকের চেকে সই করতে চান বাকিবুর রহমান !
  2. শাহজাহানকে তৃতীয় নোটিশ দিল ইডি, আজ হাজিরা না দিলে আইনি পদক্ষেপ
  3. বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ
Last Updated : Feb 13, 2024, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details