কলকাতা, 7 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে ওই অভিজাত ব্যবসায়ীর বাড়িতে আজ সকালে ইডি হানা দেয় । এই ঘটনার সঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির যোগ রয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
ইডির অভিযোগ, রিয়েল এস্টেট ও ফিনান্সের ব্যবসা রয়েছে যোগেশ আগরওয়াল নামে কলকাতার ওই ব্যবসায়ীর । ঝাড়খণ্ডের ইডির সঙ্গে এই ঘটনায় দফায় দফায় বৈঠক করছেন এই রাজ্যের ইডি আধিকারিকরা । সূত্রের খবর, হেমন্ত সোরেনকে গ্রেফতার করার পর তাঁর বাসভবন থেকে একটি গাড়ি উদ্ধার হয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, যে গাড়িটি পাওয়া গিয়েছিল, সেই গাড়িটির রেজিস্ট্রেশন করেছিল মুদিয়ালির এই কোম্পানি । অর্থাৎ হেমন্ত সোরেনের গাড়িটি নথিভুক্ত মুদিয়ালির এই কোম্পানির নামে । সেই প্রেক্ষিতেই কলকাতার এই ব্যবসায়ীর বাড়িতে ইডির আগমন । জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বেশ কয়েকটি কোম্পানি রয়েছে ঝাড়খণ্ডে ৷ তাঁর মাধ্যমেই হেমন্ত সোরেন কালো টাকা সাদা করতেন বলে মনে করছেন ইডির আধিকারিকরা ৷