ফালাকাটা, 9 জানুয়ারি: কুয়াশায় হাঁটতে হাঁটতে লোকালয়ে চলে এল হাতি । দলছুট দুটি হাতি দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের অন্যতম পুর শহর ফালাকাটার অলিগলিতে । যার জেরে হুলস্থুল কাণ্ড গোটা এলাকায় । হাতি দুটোকে জঙ্গলে ফেরাতে আনা হল বনদফতরের পোষা কুনকি হাতি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে ঘুম থেকে উঠে গজরাজকে দেখতে পায় লোকজন ৷ তাতে এলাকাবাসীদের কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয় । দলছুট এই হাতি দুটি প্রথমে ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয় । এরপর ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া 17 নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে । তারপর সেখান থেকে সুভাষপল্লি ঘুরে বেড়ায় ওই দুটি হাতি । রাস্তায় থাকা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি ৷
এদিকে হাতির আতঙ্কে ছুটি হয়ে গিয়েছে সকালে চলা ফালাকাটা নম্বর টু এসপি প্রাথমিক বিদ্যালয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ । বনদফতর সূত্রে খবর, বর্তমানে ওই হাতি দুটি ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রয়েছে । ওই হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা । বনকর্তাদের অনুমান, প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দু'টি জঙ্গল থেকে ফালাকাটা শহরে ঢুকে পড়ে । এদিকে প্রশাসনের তরফে এলাকার মানুষকে ঘর থেকে না বের হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ।
জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান বলেন, "খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের সব টিম পৌঁছে যায় । বর্তমানে ওই এরিয়াতেই আছে । ওই এলাকায় বিএনএস-এর 163 ধারা জারি করা আছে । পুলিশ ফোর্স রয়েছে । আমরা গার্ড করছি । আমরা পাবলিককে কী করে ভালোভাবে সুস্থভাবে রাখতে পারব সেই বিষয়ে নজর রাখছি । এখনও লোকালয়ে রয়েছে হাতি দুটি । জলদাপাড়া কুঞ্জনগর জঙ্গল থেকে হাতি দুটি এসেছে এটাই অনুমান করছি আমরা । কোনও ক্ষয়ক্ষতি কিছু হয়নি ।"
এসডিপিও জয়গাঁও প্রশান্ত দেবনাথের কথায়, "এখানে আখড়া স্কুল এরিয়ায় ভোররাতে দুটি হাতি ঢুকে পড়েছে এবং হাতিগুলো এলাকার এক জঙ্গলের মধ্যে রয়েছে । ওই এলাকার আশেপাশে সুভাষপল্লি ও অনান্য সমস্ত রাস্তাগুলো ব্লক করেছি । বনদফতরের সকল আধিকারিকরা চলে এসেছেন এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায় । এই রাস্তাগুলো এখন আপাতত বন্ধ থাকবে । পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে এবং হাতিগুলোকে জঙ্গলে ফেরত না পাঠানো পর্যন্ত ওই রাস্তাগুলো ব্লক থাকবে ।"