ETV Bharat / state

কুয়াশায় পথ হারিয়ে লোকালয়ে 2 হাতি ! স্কুলের দেওয়াল-রাস্তার রেলিং ভেঙে তাণ্ডব - ELEPHANTS IN LOCALITY

দলছুট দুটি হাতি দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে । গার্লস হাইস্কুলের দেওয়াল থেকে 17 নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দেয় হাতিগুলি ৷

Elephants enter to locality
ফালাকাটায় জঙ্গল থেকে লোকালয়ে চলে এল দুটি হাতি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

ফালাকাটা, 9 জানুয়ারি: কুয়াশায় হাঁটতে হাঁটতে লোকালয়ে চলে এল হাতি । দলছুট দুটি হাতি দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের অন্যতম পুর শহর ফালাকাটার অলিগলিতে । যার জেরে হুলস্থুল কাণ্ড গোটা এলাকায় । হাতি দুটোকে জঙ্গলে ফেরাতে আনা হল বনদফতরের পোষা কুনকি হাতি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে ঘুম থেকে উঠে গজরাজকে দেখতে পায় লোকজন ৷ তাতে এলাকাবাসীদের কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয় । দলছুট এই হাতি দুটি প্রথমে ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয় । এরপর ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া 17 নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে । তারপর সেখান থেকে সুভাষপল্লি ঘুরে বেড়ায় ওই দুটি হাতি । রাস্তায় থাকা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি ৷

সিসিটিভিতে ধরা পড়েছে হাতির আনাগোনা (ইটিভি ভারত)

এদিকে হাতির আতঙ্কে ছুটি হয়ে গিয়েছে সকালে চলা ফালাকাটা নম্বর টু এসপি প্রাথমিক বিদ্যালয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ । বনদফতর সূত্রে খবর, বর্তমানে ওই হাতি দুটি ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রয়েছে । ওই হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা । বনকর্তাদের অনুমান, প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দু'টি জঙ্গল থেকে ফালাকাটা শহরে ঢুকে পড়ে । এদিকে প্রশাসনের তরফে এলাকার মানুষকে ঘর থেকে না বের হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ।

জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাস‌ওয়ান বলেন, "খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের সব টিম পৌঁছে যায় । বর্তমানে ওই এরিয়াতেই আছে । ওই এলাকায় বিএনএস-এর 163 ধারা জারি করা আছে । পুলিশ ফোর্স রয়েছে । আমরা গার্ড করছি । আমরা পাবলিককে কী করে ভালোভাবে সুস্থভাবে রাখতে পারব সেই বিষয়ে নজর রাখছি । এখনও লোকালয়ে রয়েছে হাতি দুটি । জলদাপাড়া কুঞ্জনগর জঙ্গল থেকে হাতি দুটি এসেছে এটাই অনুমান করছি আমরা । কোনও ক্ষয়ক্ষতি কিছু হয়নি ।"

Elephants enter to locality
সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো দুটি হাতি (নিজস্ব ছবি)

এসডিপিও জয়গাঁও প্রশান্ত দেবনাথের কথায়, "এখানে আখড়া স্কুল এরিয়ায় ভোররাতে দুটি হাতি ঢুকে পড়েছে এবং হাতিগুলো এলাকার এক জঙ্গলের মধ্যে রয়েছে । ওই এলাকার আশেপাশে সুভাষপল্লি ও অনান্য সমস্ত রাস্তাগুলো ব্লক করেছি । বনদফতরের সকল আধিকারিকরা চলে এসেছেন এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায় । এই রাস্তাগুলো এখন আপাতত বন্ধ থাকবে । পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে এবং হাতিগুলোকে জঙ্গলে ফেরত না পাঠানো পর্যন্ত ওই রাস্তাগুলো ব্লক থাকবে ।"

ফালাকাটা, 9 জানুয়ারি: কুয়াশায় হাঁটতে হাঁটতে লোকালয়ে চলে এল হাতি । দলছুট দুটি হাতি দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের অন্যতম পুর শহর ফালাকাটার অলিগলিতে । যার জেরে হুলস্থুল কাণ্ড গোটা এলাকায় । হাতি দুটোকে জঙ্গলে ফেরাতে আনা হল বনদফতরের পোষা কুনকি হাতি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে ঘুম থেকে উঠে গজরাজকে দেখতে পায় লোকজন ৷ তাতে এলাকাবাসীদের কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয় । দলছুট এই হাতি দুটি প্রথমে ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয় । এরপর ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া 17 নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে । তারপর সেখান থেকে সুভাষপল্লি ঘুরে বেড়ায় ওই দুটি হাতি । রাস্তায় থাকা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি ৷

সিসিটিভিতে ধরা পড়েছে হাতির আনাগোনা (ইটিভি ভারত)

এদিকে হাতির আতঙ্কে ছুটি হয়ে গিয়েছে সকালে চলা ফালাকাটা নম্বর টু এসপি প্রাথমিক বিদ্যালয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ । বনদফতর সূত্রে খবর, বর্তমানে ওই হাতি দুটি ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রয়েছে । ওই হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা । বনকর্তাদের অনুমান, প্রবল কুয়াশার মধ্যে সম্ভবত পথ ভুল করে হাতি দু'টি জঙ্গল থেকে ফালাকাটা শহরে ঢুকে পড়ে । এদিকে প্রশাসনের তরফে এলাকার মানুষকে ঘর থেকে না বের হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে ।

জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাস‌ওয়ান বলেন, "খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের সব টিম পৌঁছে যায় । বর্তমানে ওই এরিয়াতেই আছে । ওই এলাকায় বিএনএস-এর 163 ধারা জারি করা আছে । পুলিশ ফোর্স রয়েছে । আমরা গার্ড করছি । আমরা পাবলিককে কী করে ভালোভাবে সুস্থভাবে রাখতে পারব সেই বিষয়ে নজর রাখছি । এখনও লোকালয়ে রয়েছে হাতি দুটি । জলদাপাড়া কুঞ্জনগর জঙ্গল থেকে হাতি দুটি এসেছে এটাই অনুমান করছি আমরা । কোনও ক্ষয়ক্ষতি কিছু হয়নি ।"

Elephants enter to locality
সাতসকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো দুটি হাতি (নিজস্ব ছবি)

এসডিপিও জয়গাঁও প্রশান্ত দেবনাথের কথায়, "এখানে আখড়া স্কুল এরিয়ায় ভোররাতে দুটি হাতি ঢুকে পড়েছে এবং হাতিগুলো এলাকার এক জঙ্গলের মধ্যে রয়েছে । ওই এলাকার আশেপাশে সুভাষপল্লি ও অনান্য সমস্ত রাস্তাগুলো ব্লক করেছি । বনদফতরের সকল আধিকারিকরা চলে এসেছেন এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায় । এই রাস্তাগুলো এখন আপাতত বন্ধ থাকবে । পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে এবং হাতিগুলোকে জঙ্গলে ফেরত না পাঠানো পর্যন্ত ওই রাস্তাগুলো ব্লক থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.