বোলপুর, 6 মার্চ: ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় ইডির হানা । জানা গিয়েছে, গরু পাচার মামলায় নথি সংগ্রহ করতে ফের আসরে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । অনুব্রত মণ্ডলের বোলপুর তৃণমূলের কার্যালয়টি প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল ৷ এই কার্যালয়ের কালী প্রতিমার প্রায় আটশো ভরি সোনার গয়না ছিল ৷ এই টাকার উৎস জানতেই বোলপুরের ব্যাংকে ইডির অফিসাররা হানা দিয়েছে বলে জানা যাচ্ছে ৷
গরু পাচার মামলায় তিহাড়ে বন্দি রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল । আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই মামলা উঠবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ও সুপ্রিম কোর্টে ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের তরফে জামিনের জন্য জোর সওয়াল করা হবে ৷
তাই মামলা সংক্রান্ত আরও নথি সংগ্রহ করতে আসরে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷