পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

14 কোটির পর শাহজাহানের আরও 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি - Sheikh Sahajahan - SHEIKH SAHAJAHAN

Sheikh Sahajahan: 14 কোটি টাকার পর এ বার শেখ শাহজাহানের আরও 12 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷

ETV BHARAT
শাহাজাহানের আরও 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 2:00 PM IST

কলকাতা, 17 মে: আগে বাজেয়াপ্ত হয়েছিল শেখ শাহজাহানের 14 কোটি টাকা । এ বার তাঁর আরও 12 কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ।

জানা গিয়েছে যে, শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই আলমগীরের জমি সংক্রান্ত মামলাতেই এই বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । স্থানীয় মানুষের জমি দখল করার অভিযোগের পাশাপাশি সেখানে ভেড়ি বানিয়ে মাছ চাষ করে, সেখান থেকেই কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই শাহজাহানের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, শাহজাহান এবং তাঁর ভাই আলমগীর সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এবং তাঁদের জলাজমি বলপূর্বক হাতিয়ে নিয়েছে ।

ইডি সূত্রের খবর, এই দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়েছে, সেই সমস্ত জায়গায় সেই টাকা দিয়ে সম্পত্তি কেনা হয়েছে ও কিছু পরিমাণ টাকা ব্যাংকে রাখা হয়েছে ৷ আপাতত সেগুলিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর । এখনও পর্যন্ত সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহান এবং তাঁর অপর এক পলাতক ভাইয়ের একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে । যে সকল গোপন তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা, সেই তথ্যের উপর ভিত্তি করেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । এছাড়াও সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের একদা ঘনিষ্ঠ ডান হাত বলে পরিচিত দিদার ভক্ত মোল্লাকে জেরা করেও প্রচুর সম্পত্তির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. ফের স্বমহিমায় শেখ শাহজাহান, প্রিজন ভ‍্যান থেকে আঙুল উঁচিয়ে দিলেন হুঁশিয়ারি
  2. সন্দেশখালির ভিডিয়ো ভাইরাল! মুখ খুললেন শেখ শাহজাহান
  3. শাহজাহানের বেআইনি ব্যবসার টাকা আত্মসাতে জড়িত রাজ্যের মন্ত্রীরাও, বিস্ফোরক দাবি ইডি'র

ABOUT THE AUTHOR

...view details