কলকাতা, 27 অগস্ট:আরজি কর-কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা ।
এই নিয়ে মূলত সিবিআইয়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কেস ডায়েরি এবং নথিপত্র ভালোভাবে খতিয়ে দেখার পর তাঁরা আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করবেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে । আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে ৷ তাঁর অভিযোগ, বহু আগেই তিনি এই নিয়ে অভিযোগে সরব হলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ৷
তবে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার আবহে ফের দুর্নীতির অভিযোগ ওঠায় তড়িঘড়ি স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করা হয় । তবে আদালতের নির্দেশে সেই তদন্তভারও চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে । তবে যেহেতু আর্থিক লেনদেনে গরমিল এবং আর্থিক তছরুপ বা মানি লন্ডারিঙের মামলার তদন্ত করতে সিদ্ধহস্ত ইডি, সেই কারণে এবার আরজি করের দুর্নীতির তদন্তের জন্য সিবিআইয়ের সঙ্গে ময়দানে নামতে চলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।
ইডি সূত্রের খবর, দিল্লি থেকে তাদের একটি বিশেষ দল কলকাতায় আসবে । তারা এসে পাকাপাকিভাবে হাসপাতালে দুর্নীতির ঘটনার নতুন করে একটি এফআইআর দায়ের করে তদন্তে নামবে ।
ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়ম এবং নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার আপাতত তদন্ত করছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ।