পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দীপের আরও ফ্ল্যাটের হদিশ পেল ইডি, মিলল একাধিক এসইউভি গাড়ি - RG Kar Corruption - RG KAR CORRUPTION

RG Kar Corruption: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের আরও ফ্ল্য়াটের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ মিলল সরকারি বোর্ড লাগানো একাধিক এসইউভি গাড়ি ৷ ইডি চাইছে সন্দীপকে হেফাজতে নিতে ৷

RG Kar Corruption
সন্দীপের আরও ফ্ল্যাটের হদিশ পেল ইডি, মিলল একাধিক এসইউভি গাড়ি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 4:42 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: একই শহরে একাধিক ফ্ল্যাট, একাধিক এসইউভি গাড়ি । সেগুলিতে আবার সরকারি বোর্ড লাগানো গাড়ি । আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের এমন একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাই সন্দীপ ঘোষের জীবনযাত্রা থেকে শুরু করে তাঁর প্রভাব ও সম্পত্তির খোঁজ পেতে তদন্ত শুরু করেছে ইডি ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করে হেফাজতেও নিয়েছে সিবিআই ৷

যেহেতু এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক দুর্নীতির বিষয় ৷ সেই কারণেই ইডিও তদন্ত শুরু করেছে এই নিয়ে ৷ শুক্রবার ইডির তরফে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি-সহ তাঁর আত্মীয়-স্বজন এবং তাঁর সহযোগী মিলিয়ে মোট 12 জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালায় ইডি । বেলেঘাটায় সন্দীপের ফ্ল্যাটে প্রায় ন’ঘণ্টা তল্লাশি চালিয়ে একাধিক ব্যাংকের নথিপত্র ও দলিলপত্র বাজেয়াপ্ত করেছে ইডি ।

পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতালের উলটোদিকের গলির ভিতর সন্দীপের জোড়া ফ্ল্যাটের হদিশ পেল ইডি । সেখানে রয়েছে একটি বিলাসবহুল গাড়ি আর তাতে সরকারি বোর্ড লাগানো রয়েছে । এছাড়া শুক্রবার সন্দীপের বাড়ি ও আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ছ’জনকে নতুন করে নোটিশ দিয়েছে ইডি । তাদের একে একে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসতে বলা হয়েছে । তাঁদের বয়ান রেকর্ড করা হবে জানা গিয়েছে ।

গত পাঁচ-ছয় বছর আগে থেকে ঘোষ পরিবারের সদস্যদের বিশেষ করে সন্দীপের ব্যাংক অ্য়াকাউন্ট থেকে কোথায় কোথায় টাকা গিয়েছিল এবং কোথা থেকে টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল । এবার সেই বিষয়ে বিশদে জানার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । পাশাপাশি সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি ।

ABOUT THE AUTHOR

...view details