পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গরুপাচার মামলায় জেরার পর মলয়ের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে ইডি হানা - ED RAIDS IN MEDICAL COLLEGE

আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছিলেন মলয় পিঠ ৷ এবার বিদেশি পড়ুয়া ভর্তির দুর্নীতিতে তাঁর তৈরি মেডিক্যাল কলেজে তল্লাশি ইডি'র ৷

Santiniketan Medical College
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে ইডির হানা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2024, 3:46 PM IST

বোলপুর, 3 ডিসেম্বর: এনআরআই কোটায় ভর্তির ক্ষেত্রে দুর্নীতির তদন্তে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । মঙ্গলবার সকাল হতেই 6 জনের ইডি অফিসার হানা দেয় মেডিক্যাল কলেজে ৷ এই বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠ ৷ যাকে গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় একাধিকবার জেরা করেছিল সিবিআই ও ইডি ৷ এদিন সাড়ে 12 ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । রাত্রি 8টা 40 মিনিট নাগাদ একাধিক নথি সংগ্রহ করে বেরিয়ে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

এমবিবিএস-এ এনআরআই কোটা, অর্থাৎ বিদেশি পড়ুয়া ভর্তির সংরক্ষণের ক্ষেত্রে দুর্নীতি অভিযোগ উঠেছে । এই অভিযোগে এদিন রাজ্যের 20 জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই মতো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজেও হানা দেয় ইডি ৷

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে ইডির হানা (ইটিভি ভারত)

প্রসঙ্গত, গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় এই শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠকে একাধিকবার জেরা করেছে সিবিআই ও ইডি ৷ কখনও বোলপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে, কখনও কলকাতায় নিজাম প্যালেসে, কখনও দিল্লিতে ডেকেও মলয় পিঠকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ এমনকি, তাঁর বেসরকারি পলিটেকনিক কলেজেও হানা দিয়েছিল গোয়েন্দারা ৷

এবার তাঁর বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6 জন অফিসার । যদিও, তিনি এই মুহূর্তে কলেজে নেই ৷
তবে একটি অডিয়ো বার্তায় মলয় পিঠ বলেছেন, "ভর্তির দুর্নীতি নিয়ে গোটা রাজ্যে ইডির তল্লাশি চলছে ৷ আমরা ফরেন কোটায় কোনও ভর্তি করতে পারিনি ৷ তাই দুর্নীতির কোনও প্রশ্নই ওঠে না । সমস্ত কাজকর্ম স্বচ্ছ আছে ৷ আমি আশা করছি আমাদের ভাবমূর্তি আরও স্বচ্ছ হবে ।"

দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ইডি অভিযান

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ইডির হানা (ইটিভি ভারত)

মঙ্গলবার ভোর থেকে দুর্গাপুর থানা এলাকার শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, কাঁকসা থানার মলানদিঘির বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কাঁকসার রাজবাঁধের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তল্লাশি শুরু করে ইডি । সঙ্গে মলানদিঘির মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক পার্থ পবির বিধাননগরের বাড়ি ও রাজবাঁধের মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক রনীন্দ্রনাথ মজুমদারের পানাগড়ের বাড়িতেও যায় ইডি । একটি বিশেষ সূত্রে জানা গিছে, প্রবাসীদের (এনআরআইদের) জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতির অভিযোগ রয়েছে এই মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির বিরুদ্ধে । সেই নিয়েই এই তদন্ত ।

ABOUT THE AUTHOR

...view details