কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল দেশ-সহ রাজ্যে প্রথম পর্বের লোকসভা নির্বাচন । আর তার আগেই আগামী 13 এপ্রিল শনিবার উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । আর মাত্র ক'টা দিন আর তারপরেই 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন । আর তার আগেই ওই তিন জেলায় নির্বাচনী প্রস্তুতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে ।
জানা গিয়েছে যে, ওই বৈঠকে থাকতে পারেন নির্বাচন কমিশনের কমিশনার পর্যায়ের আধিকারিকরা । 277 কোম্পানি বাহিনীকে কোথায় কীভাবে মোতায়েন করা হবে এবং ওই তিন জেলায় কত কোম্পানি মোতায়ন করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে । তার পাশাপাশি ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি এই তিন কেন্দ্রের জেলাশাসক তথা ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । বৈঠকে থাকতে বলা হয়েছে ওই তিন কেন্দ্রের রিটার্নিং অফিসারদেরও ।