কলকাতা, 31 জানুয়ারি:মাধ্যমিক পরীক্ষার সময় বাস ও রেল পরিষেবা প্রয়োজনের ভিত্তিতে বাড়ানোর দাবিতে বুধবার ডেপুটেশন জমা দিলেন এসএফআই সমর্থকরা । এদিন বেলা একটা নাগাদ হাওড়া মণ্ডলের রেল প্রবন্ধক কার্যালয়ে ডেপুটেশন জমা দিলেন এসএফআই সমর্থকরা। তাদের দাবির বিষয়ে ছাত্র সংগঠনের-সহ সভাপতি অর্ণব দাস বলেন, "মাধ্যমিক পরীক্ষার সময় যাতে নির্দিষ্ট সময়ে ট্রেন চালানো হয় ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়েই আজকে আমরা হাওড়া, শিয়ালদা ও উত্তরবঙ্গের এনবিএসটিসি দফতরে ডেপুটেশন দিচ্ছি । আর ডেপুটেশন জমা না হওয়া অব্ধি তারা ফেরৎ আসবেন না ।"
যদিও বাম ছাত্র সংগঠনের মঙ্গলবারের ডেপুটেশন কর্মসূচির ঠিক আগের দিন অর্থাৎ, মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই বাড়তি লোকাল ট্রেনের বিজ্ঞপ্তি জারি করে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধার সম্মুখীন না-হতে হয় সে কথা মাথায় রেখেই পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে বলেই জানানো হয়েছে ।
সেই কারণে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দিনগুলিতে সকাল 8টা থেকে 9টা 45 মিনিট পর্যন্ত চলা শিয়ালদা–রাণাঘাট–কৃষ্ণনগর বিভাগের পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙ্গা এবং জালালখালি হল্ট স্টেশন-সহ বারাসাত–বনগাঁ বিভাগের সংহতি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে ট্রেন থামার নির্দেশিকা জারি করা হয়েছে । এই নির্দেশিকা ফেব্রুয়ারি মাসের 2, 3, 5, 6, 8 9, 10, 12 তারিখ, এই আটদিন কার্যকর করা হবে বলেই পূর্ব রেল থেকে জানানো হয়েছে ।
31815 শিয়ালদা – কৃষ্ণনগর সিটি জালালখালি থামবে সকাল 8টা 22 মিনিটে ।
31819 শিয়ালদা – কৃষ্ণনগর সিটি পলতা, জগদ্দল এবং কাকিনাড়া থামবে যথাক্রমে 8টা 22 মিনিট, 8টা 29 মিনিট, 8টা 42 মিনিটে ।
31111 শিয়ালদা – কাটোয়া লোকাল জগদ্দল ও কাকিনাড়া থামবে যথাক্রমে 8টা 56 মিনিট, 8টা 58মিনিটে ।
33819 শিয়ালদা – বনগাঁ বিভূতি ভূষণ হল্ট থামবে সকাল 9 টা 1 মিনিটে ।
33363 বারাসত – বনগাঁ লোকাল সংহতি & বিভূতি ভূষণ হল্ট থামবে 9 টা 6 মিনিট, 9 টা 29 মিনিটে ।
31825 শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল জালালখালী থামবে দুপুর 1টা 5 মিনিটে ।
03183 শিয়ালদা – লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল থামবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া ও পায়রাডাঙ্গা থামবে যথাক্রমে দুপুর 1 টা 13 মিনিট, 1 টা 20 মিনিট, 1 টা 28 মিনিট, 2 টা 14 মিনিটে ।
31769 রানাঘাট – লালগোলা জালালখালি থামবে দুপুর 1টা 38 মিনিটে ।
31523 শিয়ালদা – শান্তিপুর লোকাল জগদ্দল থামবে 1টা 47 মিনিটে ।
31827 শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল জালালখালী থামবে 2 টো 17 মিনিটে ।
03140 রানাঘাট – শিয়ালদা মেমু স্পেশাল কাকিনাড়া , জগদ্দল ও পলতা 8 টা 15 মিনিট, 8 টা 17 মিনিট, 8 টা 25 মিনিটে ।
31818 কৃষ্ণনগর সিটি – শিয়ালদা জগদ্দল ও পলতা থামবে 8 টা 24 মিনিট, 8 টা 34 মিনিটে ।
31802 কৃষ্ণনগর – শিয়ালদা লেডিস স্পেশাল জালালখালী থামবে 8 টা 44 মিনিটে ।
31916 গেদে – শিয়ালদা লোকাল কাঁকিনাড়া & জগদ্দল 8 টা 56 মিনিট, 8 টা 59 মিনিটে ।
31820 কৃষ্ণনগর – শিয়ালদা লোকাল জালালখালী থামবে 9 টা 4 মিনিটে ।
03116 লালগোলা – শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল কাকিনাড়া , জগদ্দল ও পলতা থামবে 9 টা 7 মিনিট, 9 টা 9 মিনিট, 9 টা 16 মিনিটে ।
33362 বনগাঁ – বারাসাত লোকাল বিভূতি ভূষণ হল্ট থামবে 9 টা 33 মিনিটে ।
318264 কৃষ্ণনগর – শিয়ালদা লোকাল জগদ্দল থামবে দুপুর 1 টা 23 মিনিটে ।
03190 লালগোলা – শিয়ালদা স্পেশাল পায়রাডাঙ্গা , কাকিনাড়া , জগদ্দল ও পলতা স্টেশনে থামবে 1 টা 22 মিনিট, 2 টো 8 মিনিট, 2 টো 10 মিনিট, 2টো 21 মিনিটে ।
33386 বনগাঁ – শিয়ালদা লোকাল বিভূতি ভূষণ হল্ট থামবে 2 টো 18 মিনিটে ।
31828 কৃষ্ণনগর – শিয়ালদা জালালখালি থামবে দুপুর 2 টো 19 মিনিটে ।
আরও পড়ুন:
- লোকাল ট্রেনের ভোলবদল, রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশালের যাত্রা শুরু
- হাওড়া-পুরী রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন দিনক্ষণ
- বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ সীমান্তে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল