কৃষ্ণনগর, 1 জানুয়ারি: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক আইনজীবীকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হল ৷ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
জমি সংক্রান্ত বিবাদের জেরে আইনজীবীকে লক্ষ্য করে চলল গুলি ! - KRISHNAGAR SHUTOUT
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আইনজীবী ৷ প্রাণ বাঁচানোর জন্য ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় আইনজীবী সুমন ঘোষ ৷
Published : Jan 1, 2025, 4:44 PM IST
ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভাণ্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, ভাণ্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের অধীন পানি নালা এলাকায় সুমন ঘোষ নামে এক আইনজীবীর জমি রয়েছে। আইনজীবী সুমন ঘোষের অভিযোগ, তাঁর জমির পেছনে ওই এলাকারই বিজয় ঘোষ নামে এক মাটি মাফিয়ার মাটির খাদান রয়েছে। সম্পূর্ণ বল প্রয়োগ করে তার জমির উপর দিয়েই সেই মাটি ভর্তি গাড়ি চলাচল করে। প্রতিবাদ করলেই হুমকি দিত বলে অভিযোগ বিজয় ঘোষের বিরুদ্ধে। মঙ্গলবার আইনজীবী সুমন ঘোষ তার বাবাকে এবং প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যখন ওই জমি মাপার কাজ করছিল ঠিক তখনই বিজয় ঘোষ তার দলবল নিয়ে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর চড়াও হয়। আচমকা আগ্নেয়াস্ত্র বের করে ওই আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
পরবর্তীকালে প্রাণ বাঁচানোর জন্য ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় আইনজীবী সুমন ঘোষ এবং তাঁর বাবা-সহ প্রতিবেশীরা। এরপরই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযুক্ত বিজয় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুমন ঘোষ। অভিযোগের ভিত্তিতে বিজয় ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তবে সুমন ঘোষের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজয় ঘোষের পরিবার। বিজয় ঘোষের স্ত্রী জানান, তারা সুমন ঘোষের কাছ থেকে একটি জমি কেনার দরুন নগদ টাকা দিয়েছে। সেই রেজিস্ট্রি করার কথা ছিল। কিন্তু সেই নগদ টাকা দেওয়ার কথা অস্বীকার করে সুমন ঘোষ। তার প্রতিবাদ করতে গেলেই পুলিশ দিয়ে ভয় দেখাত আইনজীবী সুমন ঘোষ। তবে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তকে এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হয়।