হাওড়া/মেদিনীপুর, 9 নভেম্বর: ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমারে ঢোকার আগে নলপুরের কাছে লাইনচ্যুত হয় ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ৷ পরপর তিনটি কামরা লাইন থেকে ছিটকে গিয়ে পাথরের মধ্যে নেমে যায় ৷ এখনও লাইনের উপর থেকে ট্রেনের বেলাইন কামরাগুলি সরানো যায়নি।
শনিবারের এই দুর্ঘটনার জেরে অন্যান্য ট্রেন পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে ৷ দুর্ভোগের মুখে যাত্রীরা ৷ কিন্তু কীভাবে লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস? রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে আচমকা মাঝের লাইনে চলে যাওয়ায় এই বিপত্তি ৷
কীভাবে লাইনচ্যুত যাত্রীবাহী এক্সপ্রেস:যদিও এই ঘটনায় তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ট্রেন দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আচমকা মাঝের লাইনে চলে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে ৷ রেল সূত্রে খবর, ডাউন লাইন দিয়ে সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল ট্রেনটি। আচমকা শুরুর দিকের কামরাগুলি মাঝের লাইনে চলে যায়। পরে আবার তা ডাউন লাইনে চলে যায়। এর ফলে ডাউন লাইনটি ক্ষতিগ্রস্ত হয় ৷ বেঁকে যায় লাইনের একাংশ।