কলকাতা, 1 মে:মদ্যপ পিতার ছুরির কোপে প্রাণ গেল ডেনড্রাইটের নেশায় আসক্ত ছেলের । মঙ্গলবার রাতে খাস কলকাতায় এই ঘটনাটি ঘটেছে । এই ঘটনায় অভিযুক্ত রমেশ থাপাকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে লালবাজার । নিহতের নাম রোশন থাপা । তাঁর বয়স 23 বছর ।
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানার অন্তর্গত ডিহি শ্রীরামপুর রোডের একটি বাড়িতে । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, পুত্র রোশন রোজই রাতে দেরি করে বাড়ি ফিরতেন । এই নিয়ে তাঁর সঙ্গে বচসা বাঁধে বাবা রমেশের । পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় । অভিযোগ, তীব্র বাদানুবাদের সময়ই রমেশ ছুরি নিয়ে ছেলের উপর চড়াও হন । তিনি ছেলেকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ৷ চিৎকার চেঁচামেচি শুনে এলাকার বাসিন্দারারা রোশনের বাড়িতে গিয়ে গোটা পরিস্থিতি দেখে তাজ্জব হয়ে যান ৷ গভীর রাতেই রোশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
ঘটনাটি যখন ঘটেছে সেই সময় রমেশ মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে । আর রোশন ডেনড্রাইটের নেশায় আসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর । প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন যে, এলাকায় অনেকেই ডেনড্রাইটের নেশা করতে দেখেন রোশনকে ৷
রোশন দেরি করে বাড়ি ফেরার পরেই তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায় মদ্যপ বাবা রমেশের । উত্তপ্ত বাদানুবাদের পরই হাতাহাতি । রমেশ ছুরি নিয়ে পুত্রের বাঁ পায়ের উরুতে কোপ মারেন বলে জানা যায় । রাত সওয়া একটা নাগাদ রোশনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনাস্থলে আজ সকালে যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । তাঁরা তদন্ত এই ঘটনার সবদিক খতিয়ে দেখছেন ৷
আরও পড়ুন:
- বাড়িতে উদ্ধার 5 দেহ, স্ত্রী-মা-সন্তানদের খুন করে আত্মঘাতী চিকিৎসক !
- দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল নিয়ে বচসা, মেয়ের প্রাণ কাড়ল মা !
- রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে গলা কেটে চিকিৎসক ও স্ত্রী'কে খুন দুষ্কৃতীদের