পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসাকে সহজলভ্য করলেন চিকিৎসক, লিখলেন 'ভালো থাকার প্রেসক্রিপশন' - DR NARAYAN BANERJEE BOOK

সোশাল মিডিয়ায় কীভাবে ভালো থাকবেন তার পাঠ দেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বই প্রকাশ পেল। যার নাম 'ভালো থাকার প্রেসক্রিপশন'।

DR NARAYAN BANERJEE BOOK
কলকাতার এক বেসরকারি হাসপাতালে এই বই উদ্বোধন হয় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 2:12 PM IST

কলকাতা, 24 জানুয়ারি:বর্তমানে সব থেকে চিন্তা শরীর ! কী খাব ? কোনটা খাওয়া উচিত ? কী খেলে শরীরে সুস্থ থাকবে ? এই নিয়েই চলে নানা গবেষণা। কিন্তু এবার সেই দুশ্চিন্তা থেকে রেহাই দিচ্ছেন খোদ চিকিৎসক। রোগীর দেখার পাশাপাশি চিকিৎসক লিখে ফেললেন একটা বই ।

বইতে তিনি তুলে ধরেন সাধারণ মানুষের ভালো থাকার রসদ ৷ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় প্রতিনিয়ত তুলে ধরেন বেশকিছু ভিডিয়ো বার্তা। এবার সেগুলোকে তিনি একটি বইয়ের আকারে প্রকাশ করলেন। যার নাম 'ভালো থাকার প্রেসক্রিপশন'।

ভালো থাকার প্রেসক্রিপশন (ইটিভি ভারত)

বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে এই বই উদ্বোধন হয়। বই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বেসরকারি হাসপাতালে কর্ণধার চন্দ্রশেখর ঘোষ, অভিনেতা রাজেশ শর্মা, সংগীত শিল্পী ইন্দ্রানী সেন, এবং চিকিৎসক তথা এই বইয়ের লেখক নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়। 120 পাতার এই বইয়ের পরতে পরতে রয়েছে ভালো থাকার বার্তা।

ভালো থাকার প্রেসক্রিপশন (ইটিভি ভারত)

চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "আমরা অর্থাৎ সাধারণ মানুষ চিকিৎসকের থেকে খুব ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে যাই। কিন্তু জীবনযাত্রায় যদি পরিবর্তন করতে পারি, তাহলেই সবথেকে ভালো থাকব। তার সঙ্গে কখন, কী করতে হবে। একটা সচেতনতার বার্তা দেওয়াই আমার এই বইয়ের মূল লক্ষ্য।"

এই মুহূর্তে এই বইয়ের 1000 সংস্করণ তৈরি করা হয়েছে। বর্তমানে এই বই বাংলা ভাষায় প্রকাশিত হলেও খুব শীঘ্রই ইংরেজি ভাষাতেও পাওয়া যাবে। অনলাইনে এই বই পাওয়া যাবে। পাশাপাশি চিকিৎসক তথা লেখকের ইচ্ছে, এই বই সমস্ত বিমানবন্দরে রাখার। যাতে সচেতনতার বার্তা চারিদিকে ছড়িয়ে যায়। 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেখানেও 274 নম্বর স্টলে এই বই পাওয়া যাবে।

ABOUT THE AUTHOR

...view details