পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তীব্র গরম! খবর পড়াকালীন জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা - Anchor collapsed on air - ANCHOR COLLAPSED ON AIR

Doordarshan News Anchor faints during live Broadcast: লাইভ খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে যান দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা ৷ মারাত্মক তাপপ্রবাহের মতো অবস্থায় এই ঘটনা বাড়িয়েছে উদ্বেগ ৷

Etv Bharat
জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 3:05 PM IST

Updated : Apr 21, 2024, 3:30 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল: লাইভ খবর পড়তে পড়তে স্টুডিয়োতে জ্ঞান হারালেন সঞ্চালিকা ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার দূরদর্শন কেন্দ্রে ৷ সঞ্চালিকার নাম লোপামুদ্রা সিনহা ৷ পরবর্তী সময়ে তিনি নিজেই ফেসবুক পুরো ঘটনাটি তুলে ধরেন ৷ মূলত, সঞ্চালিকা লোপামুদ্রা 19 তারিখ একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দূরদর্শন কেন্দ্রে খবর পড়ার সময় ঠিক কী হয়েছিল, সেই ভিডিয়ো শেয়ার করেন ৷

ভিডিয়োতে দেখা যায়, তিনি বাংলায় তাপপ্রবাহের খবর সঞ্চালনা করছিলেন ৷ এরপর খবর পড়তে পড়তে ক্রমশ তাঁর গলা ধরা আসতে থাকে ৷ ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছিল টেলিপ্রম্পটার পড়তে অসুবিধা হচ্ছিল সঞ্চালিকার ৷ এরপরেই দেখা যায়, তিনি চেয়ারে বসেই অজ্ঞান হয়ে গিয়েছেন ৷ স্টুডিয়োতে সঙ্গে সঙ্গে আসেন তাঁর সহকর্মীরা ৷ চোখে-মুখে জল দিতে থাকেন ৷ কেউ কেউ হাওয়া করতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে সঞ্চালিকার ৷

এই ঘটনাটি ঘটেছে 18 এপ্রিল সকাল সাড়ে 8টা নাগাদ৷ শুক্রবার সঞ্চালিকা লোপামুদ্রা 14 মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে অজ্ঞান হওয়ার ভিডিয়ো তুলে ধরে তিনি বলেন, "মারাত্মক গরমে ব্লাড প্রেশার কমে গিয়েছিল ৷ লাইভ খবর পড়ার সময় আমি জ্ঞান হারাই ৷ তার আগে থেকেই শরীরটা খারাপ হচ্ছে বুঝতে পারছিলাম ৷ মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে ঠিক হবে ৷ বুলেটিন তখনও 15 মিনিট বাকি ৷ এরপর যখন স্ক্রিনে ছবি চলছিল আমি ইশারায় ফ্লোর ম্যানেজারের কাছ থেকে জলের বোতল চাই ৷ একটু জল খেয়ে বাকি খবর পড়তে থাকি ৷ তার মধ্যেই ছিল তাপপ্রবাহের খবর ৷ সেটা পড়তে পড়তে আমার কথাটা জড়িয়ে যাচ্ছিল ৷"

তিনি আরও বলেন, "তখনও নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম ৷ এরপর চোখে অন্ধকার দেখতে শুরু করি ৷ এরপরে যে চেয়ারে বসে ছিলাম সেখানে উলটে পড়ে যাই ৷ প্যানেলে বুলেটিন প্রোডিউসার থেকে বাকিরা স্টুডিয়োয় আসেন ৷ চোখে-মুখে জল দেন ৷ ওআরএসের জল খাই ৷ চিকিৎসকের কাছে যাই ৷ সেখানে প্রেশার মেপে দেখা যায় 105/65 ৷ যখন আমি পড়ে গিয়েছিলাম তখন ব্লাড প্রেশার আরও কম ছিল ৷ এখন আমি সুস্থ আছি ৷" এরপর তিনি সকলের উদ্দেশ্যে সচেতনার বার্তা দেন ৷ গাছ লাগানোর কথা বলেন ৷ এখন অস্বাভাবিক গরম পড়েছে ৷ কলকাতার মানুষ এই গরমে অভ্যস্ত নয় ৷ গাছ লাগিয়ে পরিবেশ শীতল করার অনুরোধ জানান সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা৷

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও ৷ দুই দিনাজপুর এবং মালদায় সোমবার তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের পশ্চিমে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রখর তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন

1. জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা

2.বাড়ছে গরম! বইছে লু, হিটস্ট্রোক থেকে সুস্থ থাকার পরামর্শ চিকিৎসকের

3.42 ডিগ্রি ছুঁয়েছে পারদ, শরীর সতেজ রাখতে ওআরএস মেশানো জল পশুপাখিদের

Last Updated : Apr 21, 2024, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details