জলপাইগুড়ি, 1 জানুয়ারি: অন্যরকম বর্ষবরণ ডুয়ার্সে ৷ ধামসা মাদলের তালে নতুন বছরকে স্বাগত জানালেন পর্যটকরা । বর্ষবরণের পাশ্চাত্য ছোঁয়ায় একটুকরো বাংলার সংস্কৃতি ৷ ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকরা মাদলের তালে গা ভাষিয়ে বর্ষবরণে মাতলেন । ক্যাম্প ফায়ারে খানিকটা রোজগারের পাশাপাশি পর্যটকদের আদিবাসী গানের সঙ্গে মাদলের মাদকতায় পুষ্ট করছে ডুয়ার্সের আদিবাসীরা ।
আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে তালে পা মিলিয়ে পর্যটকরাও আনন্দ নিয়েছেন । কলকাতা থেকে বেড়াতে আসা রিয়া পাল জানান, ডিস্কোথেকে গিয়ে হই হুল্লোড় করা আর ধামসা মাদলের তালে কোমর দুলিয়ে আনন্দ নেওয়া, দুটোর আলাদা অনুভুতি ৷ এটা বলে বোঝানো যাবে না । যদিও নিজেদের রুচির ওপর সব কিছু নির্ভর করে ৷ কেউ ডিস্কোথেকে গিয়ে কেউ বা ডুয়ার্সের মানুষদের সঙ্গে থেকে আনন্দ উপভোগ করেন ।