কলকাতা, 8 ফেব্রুয়ারি:শহরকে পরিষ্কার রাখার আবেদন করে বাংলা ভাষায় কলকাতা জুড়ে লাগানো হল হোর্ডিং ৷ পরে হিন্দি ও ইংরেজি ভাষাতেও হোর্ডিং লাগানো হবে কলকাতা পুরনিগমের তরফে ৷
সম্প্রতি বিশ্ব বাণিজ্য সম্মেলনে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যথেচ্ছ পান ও গুটখার পিক ফেলা নিয়ে বিধানসভায় কঠোর আইন আনা হবে । সেই পথে হেঁটেই এবার নাগরিক সচেতনতায় শহর জুড়ে বাংলায় লেখা হোর্ডিং লাগালো কলকাতা পুরনিগম । তাতে, যথেচ্ছ থুথু বা পিক ফেলা থেকে বিরত থাকতে আবেদন করেছে কর্তৃপক্ষ । পাশাপাশি গাড়ি থেকে পিক ফেললে ওই গাড়ির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা বা জরিমানা যাতে করা যায়, সেই লক্ষ্যেও আইন সংশোধন নিয়ে পরিকল্পনা শুরু করল কলকাতা পুরনিগম ।
পিক ফেলা রুখতে হোর্ডিং (নিজস্ব ছবি) থুথু বা পান, গুটখার পিক যথেচ্ছ ফেললে জরিমানা করার আইন রয়েছে ৷ অভিযোগ, জরিমানা করার মতো পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে দেখা যায় না । ফলে বেপরোয়াভাবেই যথেচ্ছ থুথু ও পিক ফেলছেন লোকজন । শুধু তাই নয়, অনেক জায়গাতে প্রকাশ্যেই পথ ঘাটের ধারে প্রস্রাব করতেও দেখা যায় । যার ফলে দুর্গন্ধ বা অপরিষ্কার হয় রাস্তা থেকে প্রতিষ্ঠান বা ফুটপাথ চত্বর । সেই পরিস্থিতির বদল চেয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তাঁর মন্ত্রিসভার সদস্য ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এবার শহর পরিষ্কার রাখতে করলেন পদক্ষেপ । শহরজুড়ে শুরু হল সাধারণ জনতাকে সচেতন করার কর্মকাণ্ড । এদিন শহরের বিভিন্ন রাস্তায় বাতিস্তম্ভ থেকে সেতুর পিলারে কলকাতা পুরনিগমের তরফে বাংলা ভাষায় লেখা হোর্ডিং লাগানো হয় । তাতে লেখা, 'কলকাতা আমাদের গর্বের শহর । যত্রতত্র থুথু ফেলবেন না । এই শহরকে পরিষ্কার রাখুন ।'
কলকাতা পুরনিগমের হোর্ডিং (নিজস্ব ছবি) পুরনিগম সূত্রে খবর, বাংলা ভাষায় এই হোর্ডিং গোটা কলকাতার ছোট বড় রাস্তা, অফিস পাড়া, বড় প্রতিষ্ঠান, বাজার এলাকা, ধর্মীয় স্থানে কাছাকাছি লাগানো হবে ৷ যেখানে বেশি মানুষজনের চোখে পড়বে ।
যত্রতত্র থুথু ফেলবেন না (নিজস্ব ছবি) এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ বলেন, "মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন, আমাদের আগে আইন ছিল, সেই আইন আরও কঠোর হবে সংশোধন হয়ে । আগে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে । এতদিন কেউ প্রকাশ্যে প্রস্রাব করলে বা থুথু, পিক ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত । কিন্তু দেখা যায় গাড়ি থেকে যথেচ্ছ ভাবে পিক ফেলা হয় । আমরা আইন সংশোধন করব যাতে সেই অভিযুক্ত গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা জরিমানা করা যায় । এখন বাংলা ভাষায় হোর্ডিং লাগানো হচ্ছে এরপর হিন্দি ও ইংরেজি আরও দুই ভাষায় হোর্ডিং লাগানো হবে শহর জুড়ে ।"
শহরকে পরিষ্কার রাখতে কলকাতা জুড়ে বাংলায় হোর্ডিং (নিজস্ব ছবি)