কলকাতা, 10 নভেম্বর: আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে কয়েক সপ্তাহ আগে 'অভয়া মঞ্চ' তৈরি হয়েছিল । আশিটিরও বেশি সংগঠন রয়েছে এই মঞ্চে । মূলত, বাম মনোভাবাপন্ন এই মঞ্চ রবিবার 'জনতার চার্জশিট' পেশ করল ধর্মতলার রানি রাসমণিতে । পথনাটক, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে এদিন দ্রুত ন্যায় বিচারের দাবি তোলা হয়েছে । কিন্তু, সেই ন্যায় বিচারের দাবি কি ক্রমশ ফিকে হচ্ছে ? রানি রাসমণির গতকালের ছবিটা এবার এই প্রশ্নই তুলে দিয়েছে ৷
দ্রোহের কার্নিভাল কিংবা আরজি কর ইস্যুতে ধর্মতলায় গত তিনমাসে যে ক'টি মিটিং মিছিল হয়েছে, তাতে কার্যত উপচে পড়েছে ভিড় । প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষের কিংবা নাগরিক সমাজের উপস্থিতি ছিল নজরকাড়া । যে ছবিটা বদলে গেল 'জনতার চার্জশিট' পেশের দিনে ৷ এদিন ভরলোই না রাসমণি (অ্যাভিনিউ চত্বর) 'কোর্ট'! যদিও কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে তুলনামূলক বেশি লোক দেখা গিয়েছে ।
'জনতার চার্জশিট' কী ?
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই আদালতে তদন্তের প্রথম চার্জশিট পেশ করেছে । তাতে খুন এবং ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত ধৃত সঞ্জয় রায়ের নাম রয়েছে ৷ দ্বিতীয় বা তৃতীয় কোনও ব্যক্তির নাম এখনও পর্যন্ত উঠে আসেনি । কিন্তু অভয়া মঞ্চ জনতার চার্জশিট পেশ করে বলতে চাইছে যে, আরজি করে গত কয়েক বছর ধরে থ্রেট কালচার চলছে । গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় শাসকদল তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ছেয়ে আছে । যে কারণে স্বাস্থ্য ব্যবস্থা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে । হচ্ছেও । ফলে, এই গোটা থ্রেট কালচার বা সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত রয়েছেন, তাঁরা কীভাবে পিছন দিক দিয়ে শাসকদলের মধ্যে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তারই ধারণা তুলে ধরতে চাওয়া হয়েছে জনতার চার্জশিটের মাধ্যমে ।