পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জনতার চার্জশিট পেশে ভরলো না রাসমণির 'কোর্ট'! ফিকে হচ্ছে বিচারের দাবি ? - JANATAR CHARGE SHEET

জনতার চার্জশিট পেশের কর্মসূচিতে ভরল না রাসমণির 'কোর্ট'! রানি রাসমণি অ্যাভিনিউয়ের একটা লেনও রবিবার ভরেনি । ক্রমে কি ফিকে হচ্ছে বিচারের দাবি ?

ETV BHARAT
জনতার চার্জশিট পেশে ভরলো না রাসমণির 'কোর্ট'! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 10:57 AM IST

কলকাতা, 10 নভেম্বর: আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে কয়েক সপ্তাহ আগে 'অভয়া মঞ্চ' তৈরি হয়েছিল । আশিটিরও বেশি সংগঠন রয়েছে এই মঞ্চে । মূলত, বাম মনোভাবাপন্ন এই মঞ্চ রবিবার 'জনতার চার্জশিট' পেশ করল ধর্মতলার রানি রাসমণিতে । পথনাটক, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে এদিন দ্রুত ন্যায় বিচারের দাবি তোলা হয়েছে । কিন্তু, সেই ন্যায় বিচারের দাবি কি ক্রমশ ফিকে হচ্ছে ? রানি রাসমণির গতকালের ছবিটা এবার এই প্রশ্নই তুলে দিয়েছে ৷

দ্রোহের কার্নিভাল কিংবা আরজি কর ইস্যুতে ধর্মতলায় গত তিনমাসে যে ক'টি মিটিং মিছিল হয়েছে, তাতে কার্যত উপচে পড়েছে ভিড় । প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষের কিংবা নাগরিক সমাজের উপস্থিতি ছিল নজরকাড়া । যে ছবিটা বদলে গেল 'জনতার চার্জশিট' পেশের দিনে ৷ এদিন ভরলোই না রাসমণি (অ্যাভিনিউ চত্বর) 'কোর্ট'! যদিও কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে তুলনামূলক বেশি লোক দেখা গিয়েছে ।

রানি রাসমণি অ্যাভিনিউয়ের একটা লেনও ভরেনি (নিজস্ব চিত্র)

'জনতার চার্জশিট' কী ?

আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই আদালতে তদন্তের প্রথম চার্জশিট পেশ করেছে । তাতে খুন এবং ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত ধৃত সঞ্জয় রায়ের নাম রয়েছে ৷ দ্বিতীয় বা তৃতীয় কোনও ব্যক্তির নাম এখনও পর্যন্ত উঠে আসেনি । কিন্তু অভয়া মঞ্চ জনতার চার্জশিট পেশ করে বলতে চাইছে যে, আরজি করে গত কয়েক বছর ধরে থ্রেট কালচার চলছে । গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় শাসকদল তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ছেয়ে আছে । যে কারণে স্বাস্থ্য ব্যবস্থা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে । হচ্ছেও । ফলে, এই গোটা থ্রেট কালচার বা সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত রয়েছেন, তাঁরা কীভাবে পিছন দিক দিয়ে শাসকদলের মধ্যে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তারই ধারণা তুলে ধরতে চাওয়া হয়েছে জনতার চার্জশিটের মাধ্যমে ।

চিকিৎসক মানস গুমটা বলেন, "অভয়ার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটল, সেই ঘটনায় খুব দ্রুত বিচার হবে বলে মানুষ আশা করেছিল । হাজার হাজার মানুষ রাস্তায় নেমে কার্যত প্রতিদিনই ইতিহাস সৃষ্টি করেছে । কিন্তু ন্যায় বিচার পাওয়া গেল না 90 দিন পেরিয়ে গেলেও । এই হত্যাকাণ্ডের সঙ্গে যে একজন জড়িত নয় এবং এর পিছনে যে বিশাল বাহিনী রয়েছে সেই তথ্য ও মতামতই তুলে ধরেছেন সাধারণ মানুষ । আমরা চাই দ্রুত সিবিআই তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আদালতের সামনে তথ্য পেশ করা হোক ।"

রবিবারের জনতার চার্জশিটের মঞ্চ ও তার সামনের চত্বরে খুব একটা ভিড় ছিল না । রানি রাসমণি অ্যাভিনিউয়ের একটা লেনও ভরেনি । সিপিএম এবং বাম সংগঠনের ছাত্র যুবক ও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷ সিপিএম নেতা শমীক লাহিড়ী, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ সিপিএম যুব সংগঠন একাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দেন ৷

শমীক লাহিড়ী বলেন, "আরজি করে যে ঘটনা ঘটেছে, ভারতে এরকম নারকীয় ঘটনা ঘটেছে বলে মনে পড়ছে না । এই ঘটনা ধামাচাপা দিতে যে ষড়যন্ত্র চলেছে তাও সকলের জানা । অথচ তিন মাস হতে চলল এখনও ন্যায় বিচার পাওয়া গেল না । তাই মানুষ এখনও রাস্তাতে আছেন, যতদিন না বিচার পাওয়া যাচ্ছে, ততদিন রাস্তাতে থাকবেন।"

তুলনামূলক ভিড় কম হওয়া প্রসঙ্গে শমিক লাহিড়ীর দাবি, "এই চার্জশিট পেশের আগেও একটা বড় মিছিল হয়েছে । সেখানে বহু মানুষের সমাগম হয়েছে । এদিন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে, সেই কারণে এখানে তুলনামূলক কম ভিড় হয়েছে । ন্যায় বিচারের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ আছেন ।"

ABOUT THE AUTHOR

...view details