কলকাতা, 17 ডিসেম্বর: ফের ধর্মতলায় ধরনা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন চিকিৎসকরা ৷ আগামিকাল অর্থাৎ 18 ডিসেম্বর শুনানি হবে মামলাটির । যদিও বুধবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধরনা করতে চান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা ৷
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আবার প্রতিবাদে নামছেন চিকিৎসকরা ৷ এবার সিবিআই তদন্তের বিরুদ্ধে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধরনা করতে চায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ৷ সোমবার রাতে পুলিশ অনুমতি দিতে আপত্তি জানায় । তাই তারা ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মঙ্গলবার ৷ মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।
মঙ্গলবার ডোরিনা ক্রসিংয়ের ছবি (নিজস্ব ছবি) যদিও এর আগে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার-সহ দশ দফা দাবিতে লাগাতার ধরনা কর্মসূচি পালন করেছিলেন জুনিয়র ডাক্তাররা । পরে সেই আন্দোলনে যোগ দেন সিনিয়র ডাক্তাররাও । পাশাপাশি নাগরিক সমাজের সমর্থন পেয়েছিলেন তাঁরা ।
তবে গত শুক্রবার আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দেন শিয়ালদা আদালতের বিচারক । তারপর থেকেই ফের আন্দোলনে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা ।
মঙ্গলবার ডোরিনা ক্রসিংয়ের ছবি (নিজস্ব ছবি) অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে মঙ্গলবার থেকে ফের অবস্থানে বসতে চেয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা । ডোরিনা ক্রসিংয়ে বসার অনুমতি নিয়ে রবিবার লালবাজারকে একটি ইমেইলও করেছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স । কিন্তু সেই ইমেলের উত্তর আসে সোমবার । অশান্তি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে এবং বড়দিনের কারণ দেখিয়ে ডোরিনা ক্রসিংয়ে সিনিয়র চিকিৎসকদের অবস্থানে বসার অনুমতি দেয়নি লালবাজার ।
এরপরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা জানান, তাঁরা এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাবেন মঙ্গলবার । সেই অনুয়ায়ী এ দিন আদালতে মামলা করা হয় ৷ হাইকোর্টের অনুমতি যদি পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই বুধবার থেকে অবস্থান শুরু করবেন বলে চিকিৎসকরা প্রস্তুতি নিয়ে রেখেছেন ।
এই বিষয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য ড. সুবর্ণ গোস্বামী বলেন, "আমরা সাড়ে চার মাস ধরে রাস্তায় আছি । কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন না কাউকে দেখে আমরা ইট পাটকেল ছুড়েছি । অশান্তিমূলক কোনও কাজ আমরা করিনি । বরং পুলিশের তরফে প্ররোচনামূলক বিভিন্ন কাজ করা হয়েছে । সেখানে আমরা আমাদের কর্মীদের সংযত ও শান্ত করেছি । তাই অশান্তির অভিযোগ ধোপে টেকে না ।"
মঙ্গলবার ডোরিনা ক্রসিংয়ের ছবি (নিজস্ব ছবি) তাঁর সংযোজন, "আর বড়দিন মানে উৎসব, যা এখন সরকারের ঢাল হয়ে দাঁড়িয়েছে । বাঙালির বারো মাসে 13 পার্বণ । আর এই উৎসব দেখিয়েই সরকার দুর্নীতি করে যাবে । মানুষ আন্দোলন ভুলে গিয়ে উৎসব করবে । পুলিশ রীতিমতো রাজনৈতিক ভাষাতে কথা বলছে ।"
আরজি কর-কাণ্ডে 90 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই ৷ তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায় ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দাবি, আরজি কর-কাণ্ডে অবিলম্বে সিবিআইকে চার্জশিট জমা দিতে হবে ৷ যাতে বিচার ব্যবস্থায় আর কোনও বিঘ্ন না-ঘটে । দ্বিতীয় দাবি হিসেবে সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট আদালতে পেশ করার জন্য সিবিআইকে কোনোরকম বাধার মুখে পড়তে না হয় ।