কলকাতা, 3 ডিসেম্বর: প্রায় 30 ঘণ্টা পর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে অবস্থান উঠল চিকিৎসকদের । তবে অবস্থান উঠলেও আন্দোলন থামেনি । বুধবার দুপুর 3টের সময় শিয়ালদা আদালত চত্বরে মহা-জমায়েতের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ।
সেখানে তারা সমাজের সবস্তরের মানুষকে আসার অনুরোধ জানিয়েছেন । কারণ, শিয়ালদা কোর্টেই চলছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার বিচার ।
মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে প্রতিনিধি দল যান স্বাস্থ্যভবনে । সেখানে গিয়ে তাঁরা স্বাস্থ্যসচিবের দেখা পাননি । তবে অন্য এক আধিকারিকের সঙ্গে তাঁরা কথা বলেন । জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বাস্থ্যসচিবের দেখা না পেলেও আমরা অন্য আধিকারিকের সঙ্গে দেখা করেছি, অভিযোগ জানিয়েছি । তিনি সবকিছু শুনেছেন, নোট করে নিয়েছেন, বলেছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে আমরা এই আশ্বাসে থেমে যাচ্ছি না । আমরা যেমন রাজপথে ছিলাম, তেমনই রাজপথে থাকব । তবে আমাদের অবস্থান আজ আমরা তুলে নিচ্ছি ।’’
তবে এই অবস্থান ওঠার আগে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা অভয়া মঞ্চের বক্তব্য জানতে চান । সেখানে অভয়া মঞ্চ এই অবস্থান তুলে নেওয়ার পক্ষেই মত প্রকাশ করে । তারপরেই মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে তাদের অবস্থান উঠে যায় । যেখানে তাঁরা অবস্থান করছিলেন, সেই জায়গাও পরিষ্কার করে দেন চিকিৎসকরা ।
প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সোমবার ও মঙ্গলবার বৈঠক করে । সোমবার বৈঠকের সময় দুপুরে থাকলেও তা হয় সকাল 10টায় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভীক দে । তবে মঙ্গলবারের বৈঠকে তিনি ছিলেন না । সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকরা । তাঁদের প্রশ্ন, যেখানে স্বাস্থ্যভবন অভীক দে’র সাসপেনশন ফিরিয়ে দেয়নি । ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কীভাবে তাঁকে নির্দোষ বলছেন ?
উল্লেখ্য, অভীক দে এসএসকেএম এর পড়ুয়া চিকিৎসক ৷ তার পরও আরজি কর ধর্ষণ-খুনের ঘটনার পরদিন সেখানে তাঁকে দেখা গিয়েছিল ৷ পরে ঘটনাস্থলের যে ছবি প্রকাশ করা হয়, সেখানে অভীক দে’র উপস্থিতি দেখা যায় ৷ কেন তিনি সেখানে গিয়েছিলেন, সেই প্রশ্ন ওঠে ৷ তাছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে ৷ তাঁকে স্বাস্থ্যভবন ও আইএমএ সাসপেন্ড করা হয় ৷ এসএসকেএম-এও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷
তার পরও কীভাবে মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সরকারি চিকিৎসকদের একাংশ ৷ যদিও সোমবার এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, "অভীক দে-কে আমরা বারণ করেছিলাম কাউন্সিলের কাজে নিযুক্ত থাকতে । কারণ, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল । তবে এই অভীক দে নির্বাচিত একজন সদস্য । এমনকি তিনি আমাদের জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । সিবিআই-এর চার্জশিটেও তাঁর নাম নেই । তাই তিনি আজ বৈঠকে যোগ দিয়েছেন ।"