পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্যান্টের গোপন পকেটে কোটি টাকার সোনা পাচার, গ্রেফতার এক - GOLD SMUGGLING

বাংলাদেশ থেকে চোরাপথে এনে প্যান্টের গোপন পকেটে করে কোটি টাকার সোনা পাচারের ছক ৷ ডিআরআইয়ের অভিযানে গ্রেফতার এক পাচারকারী ৷

GOLD SMUGGLING
কোটি টাকার সোনা উদ্ধারে গ্রেফতার এক (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 12:03 PM IST

শিলিগুড়ি, 13 নভেম্বর: বাংলাদেশ থেকে চোরাপথে সোনা এনে খাস কলকাতায় পাচারের ছক। ট্রাউজারের গোপন পকেটে পুরে ওই ওই কোটি টাকার সোনা পাচারের পরিকল্পনা অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই)। গ্রেফতার আন্তর্দেশীয় সোনা চালান চক্রের সদস্য তাপস সাহা। সে কোচবিহারের শীতলকুচির বাসিন্দা।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব বিভাগের আধিকারিরা । সূত্র থেকে পাওয়া সন্দেহভাজনকে প্রথম থেকেই অনুসরণ করা শুরু করেছিল তারা। তাপস সাহা নামে ওই পাচারকারীকে অনুসরণ কর‍তে করতে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিআরআই আধিকারিকরা।

সেই ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে বেরিয়ে আসে 3টি সোনার বাঁট। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন 1 কেজি 746 গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 35 লক্ষ 48 হাজার 960 টাকা। এরপর সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তাকে হেফাজতে নিয়ে শিলিগুড়ির কার্যালয়ে নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজন পাচারকারীর নাম জানা গিয়েছে। যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি, কলকাতা-সহ আশেপাশের আরও বিভিন্ন জেলায়।

বাংলাদেশ থেকে ওই সোনা এনে কলকাতায় পাচারের ছক ছিল পাচারকারীদের। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 26 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী রতন বণিক।

ABOUT THE AUTHOR

...view details