শিলিগুড়ি, 13 নভেম্বর: বাংলাদেশ থেকে চোরাপথে সোনা এনে খাস কলকাতায় পাচারের ছক। ট্রাউজারের গোপন পকেটে পুরে ওই ওই কোটি টাকার সোনা পাচারের পরিকল্পনা অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই)। গ্রেফতার আন্তর্দেশীয় সোনা চালান চক্রের সদস্য তাপস সাহা। সে কোচবিহারের শীতলকুচির বাসিন্দা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব বিভাগের আধিকারিরা । সূত্র থেকে পাওয়া সন্দেহভাজনকে প্রথম থেকেই অনুসরণ করা শুরু করেছিল তারা। তাপস সাহা নামে ওই পাচারকারীকে অনুসরণ করতে করতে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিআরআই আধিকারিকরা।