কলকাতা, 5 নভেম্বর: বঙ্গ রাজনীতিতে প্রথমবার কোনও নির্বাচনে সিপিআইএমএল লিবারেশনের প্রার্থীকে সমর্থন করছে সিপিএম ৷ বামফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে নৈহাটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে ৷ প্রার্থীর প্রচারেও যাচ্ছেন বাম শরিকেরা ৷ তবে, কাগজে কলমে লিবারেশন বামফ্রন্টের শরিক নয়, ছিলও না। যদিও আগে বহুবার লিবারেশন রাজ্যে সিপিএম কিংবা অন্যান্য বাম প্রার্থীদের সমর্থন করেছে ৷ এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে, গণতান্ত্রিক দলগুলিকে নিয়ে নতুন ফ্রন্ট গঠনের কথা শোনা গেল সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মুখে ৷
এ বছর আরজি কর ইস্যুতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে, সিপিএম নৈহাটি বিধানসভা আসন ছেড়েছে লিবারেশনকে ৷ যে কারণে লিবারেশন সিপিএমকে অভিনন্দনও জানিয়েছে ৷ এই নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, "আমরা বহুদিন ধরেই বৃহত্তর বাম ঐক্যের কথা বলেছিলাম ৷ দেরিতে হলেও সময়ের দাবি মেনে তা হয়েছে ৷" 2026 বিধানসভা নির্বাচনে এই বৃহত্তর বাম ঐক্য হবে কি না, বা লিবারেশন বামফ্রন্টে যোগ দেবে কি না, এই প্রশ্নে দীপঙ্কর ভট্টাচার্য বামফ্রন্টের নাম বদলের কথা বলেন।
জাতীয় স্তরে বহুবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলি একত্রে নতুন-নতুন নামে সরকার গড়েছে ৷ নির্বাচনে লড়াই করেছে ৷ বাম, কংগ্রেস-সহ অন্যান্য অবিজেপি দলগুলিকে নিয়ে ইউপিএ গঠিত হয়েছে ৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে 'ইন্ডিয়া' গঠিত হয়েছে ৷ দীপঙ্কর ভট্টাচার্য মূলত সেই দিকটাই তুলে ধরেন এ দিন ৷