পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহান রোহিঙ্গাদের নিয়ে সন্দেশখালিতে ক্যাম্প চালাত, অভিযোগ দিলীপের - Dilip Ghosh

Dilip Ghosh on Sandeshkhali Incident: সন্দেশখালিতে গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ৷ এই ঘটনা প্রসঙ্গে শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা ৷ শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে ৷

Dilip Ghosh
Dilip Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 2:17 PM IST

বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

দুর্গাপুর, 27 এপ্রিল: পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছেন । দুর্নীতিগ্রস্ত, লুটেরাদের হাব বানিয়ে ফেলেছেন । দেশের সন্ত্রাসবাদীদের সেল্টার দেয় এই রাজ্য । আর কী বানাবেন ? সন্দেশখালিতে বেআইনি অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনায় এভাবেই শনিবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের বিরুদ্ধেও সরব হন তিনি ৷

দিলীপ ঘোষ বলেন,"সিপিএম আমলে পিস্তল নিয়ে ঘুরত শেখ শাহজাহান ৷ এখন একে-47 আর বিদেশি অস্ত্র নিয়ে ঘোরে । যারা ইডি অফিসারদের ওপর হামলা চালিয়েছিল সেই 200 জনই সন্ত্রাসবাদী। তাদের সকলকেই জেলে ঢোকানো দরকার। শাহজাহানের বাড়ি থানা ছিল, আর পুলিশ তো ওর কর্মচারী, যা বলত তাই করত। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে খাইয়ে পরিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ক্যাম্প করে রাখত শাহজাহান। ক্যাম্পের খরচ দিত জেলা পরিষদ। তারপরেই ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে তাদের পৌঁছে দেওয়া হত।"

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল এলাকায় একটি মাঠে এ দিন প্রাত:ভ্রমণ এবং পরে এলাকার একটি দোকানে চা-চক্র সারেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপরেই সেখান থেকে তিনি শেখ শাহজাহানের গড় বলে পরিচিত সন্দেশখালির সরবেড়িয়া এলাকার একটি বাড়ি থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং একাধিক বোমাবারুদ উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানান ৷ তিনি বলেন,"রাজ্যে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটছে ৷ কিন্তু অস্ত্র উদ্ধার করতে পুলিশ ও আধাসেনা ঢুকতেই পারছে না ৷ সেজন্য কমান্ডো নামাতে হচ্ছে। নেতাদের ঘরে ঢুকতে হলে তো আর্মি নামাতে হবে ।"

উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় দফার ভোটের মাঝেই সন্দেশখালির সরবেড়িয়ায় একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এই ঘটনায় বিদেশি পিস্তল ও রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয় ৷ সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরই এনআইএ তদন্তের দাবিতে সরব হয় বিরোধী দল বিজেপি ৷

আরও পড়ুন:

  1. শাহাজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়
  2. কেন সন্দেশখালিতে রোবট নামাল এনএসজি? রইল বিস্তারিত বিশ্লেষণ
  3. আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সন্দেশখালিতে এনআইএ তদন্তের দাবিতে সরব বিজেপি

ABOUT THE AUTHOR

...view details