দুর্গাপুর, 9 এপ্রিল: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক বেলাগাম মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ ৷ যার জন্য বারবার খবরের শিরোনামে চলে এসেছেন। সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড়ে দিলীপ ঘোষের 'চা-চক্রে' তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী-সমর্থকের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার দিলীপ ঘোষকে দেখা যায় দুর্গাপুরের এ-জোন মেজর পার্কে আজ প্রাতঃভ্রমণে বেরোতে। সেখানেই নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'চোর' বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷
এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জনসংযোগের পর সেলফি তোলেন। এদিন সাতসকালে তাঁকে ডান্ডা হাতে দেখা যায় ৷ এই বিষয়ে তিনি বলেন, "রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই ডান্ডা দেখে যদি কোনও কাজ হয়, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।" এনআইএ'র কর্তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের অভিযোগ করতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যারা একসময় রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে গালিগালাজ করত তারাই ৷ এখন কাকা ও মেসোমশাইদের কাছে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন প্রক্রিয়া চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান ছেড়ে এখন প্রায় রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এই করতে করতে দেখবেন নির্বাচন পেরিয়ে গিয়েছে।"