বর্ধমান, 18 এপ্রিল: "তৃণমূল কংগ্রেসের ভাড়া করা কয়েকজন মুর্শিদাবাদে অশান্তি করেছে ৷" শক্তিপুরে রামনবমীর শোভাযাত্রায় অশান্তির প্রেক্ষিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এমনটাই বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷
বৃহস্পতিবার সকালে বর্ধমানের বীরহাটায় চা চক্রে যোগ দেন তিনি ৷ সেখানে মমতাকে আক্রমণ করে বলেন, "মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় ইটপাথর, বোমা মারার চেষ্টা করা হয়েছে ৷ বেশ কয়েকদিন ধরে সংখ্যালঘুদের উস্কানিমূলক কথাবার্তা বলে সংঘর্ষ বাধাবার চেষ্টা করছেন ৷ এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন । তাঁর প্ররোচনায় পা দিয়ে সংখ্যালঘুরা বদনামও হয়েছেন ৷ তবে এখন তাঁরা বুঝতে পেরেছেন মোদি জমানায় দেশের অনেক উন্নয়ন হয়েছে ৷ তারাও সেই সুযোগ-সুবিধা পেয়েছেন ৷"
এরপরই তাঁর সংযোজন, "সংখ্যালঘু সমাজ মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেয়নি। সেকারণেই নিজের কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে উৎপাত করানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস ।" সেইসঙ্গে দিলীপের দাবি, চলতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সংখ্যালঘু সমাজ ৷ সেটা বুঝতে পেরেই তাঁদের নানাভাবে উত্যক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী ।