দার্জিলিং, 12 মার্চ: একসময় শিলিগুড়ির মহকুমা শাসক ও পরবর্তী সময়ে পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর গোপাল লামাকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ৷ ভূমিপুত্র হিসেবে তাঁকে প্রজেক্ট করেছিলেন পাহাড়ে তৃণমূলের জোট সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷ সেই গোপাল লামা আজ শিলিগুড়ি পৌঁছালেন ৷ আর সেই সঙ্গে দার্জিলিংয়েও লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গেল ৷ আজ থেকেই জোরকদমে শুরু করে দিলেন প্রচার ৷ আজ বাগডোগরা বিমানবন্দরে গোপাল লামাকে স্বাগত জানাতে তৃণমূলের পাশাপাশি, বিজিপিএমের অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, এই গোপাল লামা জিটিএ-র পর্যটন বিভাগেও কাজ করেছেন ৷ অবসরের পর গত দু’মাস ধরে বিজিপিএম প্রধান অনিত থাপা সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছিল দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থীকে ৷ অনিত থাপাই লোকসভায় জোট প্রার্থী হিসেবে গোপাল লামার নাম প্রস্তাব করেন ৷ প্রশাসনিক দক্ষতা এবং পাহাড়ের ভূমিপুত্র গোপাল লামা গোর্খা জাতির মধ্যেও বেশ জনপ্রিয় ৷ বিশেষত, একজন প্রশাসক হিসেবে পাহাড়ের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে ৷ সেই স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দার্জিলিং লোকসভা বিজেপির থেকে নিজেদের দিকে নিতে চাইছে তৃণমূল ৷ তাই বিজিপিএমের প্রস্তাবিত প্রার্থী হলেও, গোপাল লামা তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়াই করবেন ৷