পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব - DASPUR FIRE INCIDENT

Fire at Copper Factory: রাত দশটা নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলল কারখানা ৷ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছলেন তৃণমূল প্রার্থী দেব ৷ কথা বললেন দমকলবাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ৷

দাসপুরে কারখানায় আগুন , Fire in Factory
দাসপুরে ক্ষতিগ্রস্ত কারখানায় তৃণমূল প্রার্থী দেব

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 7:00 AM IST

Updated : Apr 16, 2024, 7:47 AM IST

দাসপুরে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে দেব

দাসপুর, 16 এপ্রিল: কাজ চলাকালীন তামার কারখানায় ভয়াবহ আগুন ৷ বরাতজোরে রক্ষা পেলেন কারখানার কর্মীরা । সোমবার রাত দশটার দিকে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হোসেনবাজারে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে । বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী দেব ।

দাসপুরের হোসনাবাজারে দ্বিতল বিল্ডিংয়ে থাকা একটি তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন । ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ও দমকলবাহিনী উপস্থিত হয় । দমকলের দু'টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা । মূলত, তামার কাজের জন্য ব্যবহৃত বর্জ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলবাহিনীকে। যদিও দমকলের চেষ্টায় কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে হঠাৎ তামার কারখানায় কাজ চলাকালীন আগুন লাগল, তা স্পষ্ট নয় । ঘটনা খতিয়ে দেখে কারণ সম্পর্কে বলা সম্ভব বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিকরা । যদিও এই আগুন লাগার ঘটনায় কারও কোনও হতাহতের খবর মেলেনি । কারখানার কর্মীরা সকলেই ঠিক রয়েছেন । এই আগুন লাগার ঘটনা টের পেতেই সকলে কারখানা থেকে বেরিয়ে আসেন বলে প্রাণহানি হয়নি ৷

অন্যদিকে, এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব । কারখানায় কাজ করা কর্মীদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন ঘটনাস্থলে উপস্থিত দমকলবাহিনী ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন,"আমি খবর পেয়েছিলাম । এখানে এসে পরিস্থিতি দেখলাম আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বললাম । স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । কর্মীদের বের করে আনা হয়েছে তারা ভালো আছে ৷ একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে পুরো আগুন ধরে গিয়েছে । সকাল না-হলে পুরো ব্যাপারটা জানা যাবে না ।"

জানা গিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও কারখানার ভিতরে থাকা জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে ।

আরও পড়ুন :

  1. চিনার পার্কের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই চার-পাঁচটি দোকান
  2. দমদমে বিধ্বংসী আগুনে সর্বহারাদের জন্য ব্যবস্থা রবীন্দ্রভবনে, বাড়ি করে দেওয়ার আশ্বাস সুজিতের
  3. ভস্মারতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, দগ্ধ 14 পুরোহিত
Last Updated : Apr 16, 2024, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details