বীরভূম, 30 এপ্রিল: "কেন মামলা করেছেন ?" এমনই প্রশ্ন করে বিজেপির বীরভূমের প্রার্থী দেবাশিস ধরের মামলা ফেরাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্য সরকারের কাছে 'নো ডিউস ক্লিয়ারেন্স' সার্টিফিকেট না পাওয়ায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন ৷ যা নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন দেবাশিস ধর ৷ যদিও সেখানেও শেষরক্ষা হল না ৷
2021 সালে বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছিল চার জনের। সেই সময় কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। ঘটনায় নির্বাচন কমিশনকে দেওয়া তাঁর রিপোর্টে অখুশি ছিল রাজ্য ৷ তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ৷ এবার লোকসভা নির্বাচনের আবহে হঠাৎ করেই দেখা গেল, পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে সরাসরি বিজেপির টিকিটে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দেবাশিস ৷
শুধু তাই নয়, প্রার্থী হয়ে 15 দিন প্রচারও করেন ৷ দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল তাঁর নামে ৷ 23 এপ্রিল বিজেপির টিকিটে সিউড়িতে জেলা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমাও দেন ৷ তবে রাজ্য সরকারের কাছ থেকে নো ডিউস ক্লিয়ারেন্স না পাওয়ায় গত 26 এপ্রিল তাঁর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷