কলকাতা, 7 ফেব্রুয়ারি: বাজেট অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোক প্রস্তাব আসতে চলেছে ৷ শুক্রবার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির কমিটির বৈঠক শেষে এ কথাই জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মরণ করবেন শাসক ও বিরোধী উভয়পক্ষের বিধায়করাই ৷ বাজেট পেশ হবে 12 তারিখ।
আগামী 10 ফেব্রুয়ারি, সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷ তার আগে এদিন বিধানসভায় ছিল সর্বদল বৈঠক ৷ বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রধান বিরোধী দল বিজেপি বিধায়করা ৷ বিরোধীদের মধ্যে একমাত্র ভাঙড়ের আইএসএফ বিধায়ক বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন ৷
বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে বলছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত) বৈঠক শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী সোমবার দুপুর দুটোয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে ৷ রাজ্যপালের সঙ্গে আমি নিজে কথা বলে আমন্ত্রণ জানিয়েছি ৷ তিনি ওইদিন আসবেন বলে জানিয়েছেন ৷" তিনি আরও জানান, এবার 175 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে ৷ সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন ৷ কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় ৷ অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবার গতানুগতিক 176 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয় ৷ ওই দিনই রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতো অধিবেশন শেষ হবে ৷
2025 সালের রাজ্য বাজেট অধিবেশন (ইটিভি ভারত) এরপর 11 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শোক প্রস্তাব গ্রহণ হবে ৷ এই পর্বে আলাদা করে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্য বিশেষ শোক প্রস্তাব পর্ব অনুষ্ঠিত হবে ৷ এক্ষেত্রে শাসক-বিরোধী উভয়েই তাঁদের মতো করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করতে পারবেন ৷ এদিন এই পর্ব সম্পর্কে বলতে গিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রয়ানের পর প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে বিশেষ প্রস্তাব এনে স্মরণ নতুন কিছু নয় ৷ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের ক্ষেত্রে এভাবে বিশেষ প্রস্তাব এনেই শোক প্রস্তাব গ্রহণ করা হয় ৷
এরপর আগামী 12 ফেব্রুয়ারি বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্য বাজেট ৷ ওই দিন বিকেল চারটেয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ 13 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর 4 ঘণ্টার আলোচনা হবে রাজ্য বিধানসভায় ৷ ওই দিন কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না ৷ 17 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে তিন ঘণ্টা ধরে ৷ এই দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব থাকবে ৷
অধ্যক্ষ জানিয়েছেন, 18 ও 19 ফেব্রুয়ারি দু'দিন রাজ্য বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে ৷ 18 তারিখ বাজেট নিয়ে আলোচনা হবে 4 ঘণ্টা ৷ 19 তারিখ বাজেট নিয়ে আলোচনা হবে 3 ঘণ্টা ৷ 19 তারিখ বাজেট অধিবেশনের প্রথম দফা শেষ হবে ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হবে 10 মার্চ থেকে ৷ এক্ষেত্রে 10 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত চলবে দফতর ধরে ধরে বাজেট নিয়ে আলোচনা ৷ ওই সময় সরকারের যদি কোনও গুরুত্বপূর্ণ বিল থাকে, তাহলে সেই বিল নিয়ে আলোচনা হবে ৷