পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীতে বসন্তোৎসবের দিনক্ষণ পাকা, বহিরাগতদের প্রবেশে 'না' - VISVA BHARATI BASANTA UTSAV 2025

এবারও আলাদাভাবে বসন্ত উৎসব পালন করতে চলেছে বিশ্বভারতী ৷ দিনক্ষণ জানানোর পাশাপাশি বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ ৷

Visva Bharati Basanta Utsav
বিশ্বভারতীর বসন্তোৎসব (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2025, 7:58 PM IST

Updated : Feb 14, 2025, 9:39 PM IST

বোলপুর, 14 ফেব্রুয়ারি: 'হেরিটেজ' তকমা রক্ষা করতে এবারও দোলের দিন বসন্তোৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও আশ্রমিকদের নিয়ে আলাদাভাবে বসন্তোৎসব করবে বিশ্বভারতী। সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ । শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে কর্মিমণ্ডলীর বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

2023 সালের 17 সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' ঘোষণা করেছে ইউনেস্কো । এই 'হেরিটেজ' তকমা রক্ষা করতে এবারও দোলপূর্ণিমার দিন বিশ্বভারতীতে হবে না বসন্তোৎসব। এবার দোলপূর্ণিমা 14 মার্চ ৷ তার কয়েকদিন আগে 11 মার্চ বসন্তোৎসব পালন করবে বিশ্বভারতী । কারণ 14 মার্চ শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় বেশি থাকবে ৷ তাই ওই দিন বসন্তোৎসব করলে বহিরাগতদের আশ্রমে প্রবেশ করার আশঙ্কা থাকতে পারে ৷ এদিন, বসন্তোৎসব নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে কর্মিমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

রবীন্দ্রনৃত্যে বসন্তোৎসব বিশ্বভারতীতে (ইটিভি ভারত)

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী। তাই হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ 11 মার্চ বিশ্বভারতী নিজেদের মধ্যেই এই উৎসব পালন করবে ৷ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

বিশ্বভারতীতে বসন্তোৎসব হত আশ্রম মাঠে ৷ আর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক ঘণ্টায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হত ৷ অতীতে উৎসবের সূচনার পরই বহিরাগতদের তাণ্ডবের সাক্ষী হয়েছেন বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক এবং শান্তিনিকেতনবাসী সকলেই ৷ এই আশ্রম মাঠ সংলগ্ন এলাকায় রয়েছে ঐতিহ্যবাহী চৈতি বাড়ি, গৌরপ্রাঙ্গণ, ঘণ্টাতলা, কালো বাড়ি, রামকিঙ্কর বেইজের মূল্যবান ভাস্কর্য প্রভৃতি । তাতেও আবির দেওয়া হত ৷

নাচে-গানে বিশ্বভারতীতে পালিত হবে বসন্তোৎসব (ইটিভি ভারত)

আগে বসন্তোৎসব শেষে বিশ্বভারতীর ক্যাম্পাসে মিলত মদের বোতল এবং প্লাস্টিকের মতো নানা কিছু। এমনকী বিশ্বভারতীর বহু ছাত্রীকে বহিরাগতরা হেনস্থা করেছে বলেও অভিযোগ। এই বিশ্বভারতী বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ । এই হেরিটেজ তকমা রক্ষার্থে আর বহিরাগতদের প্রবেশাধিকার দিয়ে বসন্তোৎসব করতে চায় না বিশ্বভারতী । তাই এবারও বিশ্বভারতীর বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ রবীন্দ্রসংগীত ও নৃত্যের মধ্যে দিয়ে পড়ুয়ারা উদযাপন করবে বসন্তোৎসব ।

প্রসঙ্গত, শেষবার 2019 সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব । 2020 সালে করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় তা । 2021 সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দেন ৷ এমনকী ভিড় এড়াতে দোলপূর্ণিমার দিন বসন্তোৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷

গুকেশ-যশস্বীদের সঙ্গে ফোর্বস ইন্ডিয়ার তালিকায় বিশ্বভারতীর প্রাক্তনী রবিউল

Last Updated : Feb 14, 2025, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details