দার্জিলিং, 9 মার্চ: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকসভা কেন্দ্রের উন্নয়নে বড় প্রকল্পের জন্য আর্থিক সহযোগিতা আদায় করেছেন ৷ কিন্তু নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অধিকাংশ টাকার সদব্যবহার এখনও পর্যন্ত করে উঠতে পারেননি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের খরচের হিসেব নিয়ে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন মন্ত্রক । তাতে দেখা যাচ্ছে, বরাদ্দের প্রায় এক কোটি টাকা তিনি খরচই করতে পারেননি তিনি । তবে সাংসদের দাবি, সিংহভাগ টাকা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে । কিন্তু জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কারণে সেইসব প্রকল্প বাস্তবায়ণে দেরি হচ্ছে ।
2019 লোকসভা নির্বাচনের সময় দার্জিলিং আসন থেকে প্রায় সাড়ে চার লক্ষ ভোটের ব্যবধানে জয় পান রাজু বিস্তা । মাঝে করোনার কারণে দু'বছর সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ আটকে ছিল । ফলে পাঁচ বছরে 25 কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও সাংসদদের জন্য 17 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । 17 কোটি টাকার মধ্যে 7 কোটি টাকা 2021-22 অর্থবর্ষে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছেন সাংসদ । পাশাপাশি জেলা প্রশাসনের কাছে তহবিলের থেকে বরাদ্দ 10 কোটি টাকার রিকিউজিশন দিলেও তার অনুমোদন এখনও মেলেনি । অনুমোদন পাননি 32 লক্ষ টাকা খরচের ৷ প্রায় 89 লক্ষ টাকা এখনও খরচ করতে পারেননি তিনি ৷
যদিও সাংসদের দাবি, তাঁর বরাদ্দ করা অর্থে স্কুল, জনস্বাস্থ্য কারিগরি, পানীয় জল, স্যানিটেশন, রাস্তা, কমিউনিটি হল মিলিয়ে 205টি প্রকল্পের অনুমোদন মিলেছিল । যার মধ্যে 108টি প্রকল্পের কাজ হয়েছে । 35টি প্রকল্প প্রক্রিয়ার মধ্যে রয়েছে । অনুমোদনের জন্য 58টি প্রকল্প পাঠানো হয়েছে । মোট 93টি প্রকল্পের কাজ সাংসদের মেয়াদ ফুরোনোর আগে শেষ করার কথা থাকলেও তা ঝুলে রয়েছে ।