কলকাতা, 9 ফেব্রুয়ারি: নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! শনির রাত 11টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয়রা ৷ একের পর এক সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। ঘর হারিয়ে সর্বস্বান্ত একাধিক পরিবার। স্থানীয়দের দাবি, প্রায় 40টিরও বেশি ঝুপড়ি আগুনের গ্রাসে চলে গিয়েছে ৷ মৃত্য়ু হয়েছে এক প্রৌঢ়ের ৷ তিনি সেইসময় ঘুমিয়ে ছিলেন ৷
মৃত প্রৌঢ়ের নাম হাবিবুল মোল্লা ৷ তিনি এই এলাকায় কাগজ, পিচবোর্ড কুড়িয়ে বেড়াতেন ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার ন্যাজাটে ৷ প্রায় বছর দশ এই নারকেলডাঙা এলাকায় থাকতেন ৷ এদিন মধ্যরাতে প্রথমে একটি ঘরে আগুন নজরে আসে স্থানীয়দের। আতঙ্কে চিৎকার করলে আশপাশের মানুষজন বেরিয়ে আসে ৷ স্থানীয়রা জল দিয়ে আগুন নেঙানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে একের পর এক ঝুপড়ি গ্রাস করে আগুনের লেলিহান শিখা। আগুন বাড়তে থাকে। একের পর এক সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। রাজাবাজারের নারকেলডাঙার ওই রেল আবাসন সংলগ্ন বস্তিতে থাকা মানুষজন এরপর দমকলে খবর দেন। দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে আগুন ক্রমশ বাড়তে থাকায় এক এক করে প্রায় 16টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷