কলকাতা, 4 ফেব্রুয়ারি: ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরণ অনশন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তার মধ্যেই রবিবার সকালে তাঁদের মাথার উপর থেকে ছাউনি খুলে দিয়েছে সেনাবাহিনী। আর সেই ঘটনার জন্য রাজ্যের পুলিশ-প্রশাসনই প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, "রাজ্য সরকার বেশি বাড়াবাড়ি করলে এখান থেকে অনশন মঞ্চ তুলে নিয়ে নবান্নের সামনে গিয়ে বসব।"
'বকেয়া ডিএ দিতে হবে', এই দাবিকে সামনে রেখে রাজ্যের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন করে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দু'দিন ধরে সেই মঞ্চের অদূরে আম্বেদকরের মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেছিলেন। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আদায়ের জন্য। আর সেই ধরনা মঞ্চের উলটো দিকে বসতে সেনার কাছে আবেদন করা হয়েছিল যৌথ মঞ্চের তরফে।
অনশনকারী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় এনিয়ে বলেন, "আচমকা আজ সকালে সেনাবাহিনী এসে 5 মিনিটের মধ্যে প্যান্ডেল খুলতে বলে। আমরা বলি, খুলে নিন আমরা ভিডিয়ো করছি। তারা খানিকটা পিছু হটে। মাথার উপর থাকা দু'সাইডের ত্রিপল বাকি রেখে বাকি সবকিছু খুলে দিতে বলি। আমরা এই কনকনে ঠান্ডায় আন্দোলনে বসেছিলাম। আগামিকাল আদালতের দ্বারস্থ হব। আইনি পরামর্শ নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "কোন পুলিশ আধিকারিকরা গিয়ে সেনাকর্তাদের প্ররোচিত করেছেন সেই তথ্য আমাদের কাছে আছে। অনশনে অংশ নিয়ে আমাদের একের পর এক আমাদের কর্মী অসুস্থ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী মানবিক মুখের কথা বলেন। তাঁর মানবিকতা কোথায় ? একটা ডাক্তার পাঠাতে পারলেন না! উলটে এই চক্রান্ত করছেন। খোলা আকাশের নীচে আমাদের এই লড়াই জারি থাকবে ৷" এরই মধ্যে নৌসাদ চৌধুরী নামে এক ব্যক্তি অনশন করছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
- মাথা মুড়িয়ে সাদা থান পরে আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা
- ডিএ আন্দোলনের অনশন মঞ্চে শুভেন্দু, মমতার বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকার বার্তা
- 'নাগরিকত্ব না দিলে আমরণ অনশন, রামমন্দিরে পুজো দেবে না কোনও মতুয়া', হুঁশিয়ারি মমতাবালার